ঈদুল ফিতর উদ্যাপনকল্পে চাঁদপুর জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেছেন, ঈদের সময় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে লঞ্চ, ট্রেন ও বাস টার্মিনালে মোবাইল কোর্ট বসবে। ঈদে ঘরমুখী মানুষ কোনো রকম হয়রানির শিকার না হয় সে জন্যে প্রশাসন কাজ করবে। ঈদ উৎসব পালনে ফেসবুকে যে কোনো সমস্যা সমাধানের সুযোগ থাকবে। ঈদ উৎসবকে যাতে পরিপূর্ণভাবে উদযাপন করা যায় সেজন্যে সকলের সহযোগিতা প্রয়োজন।

বুধবার (৩০ মে) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি লঞ্চ মালিকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, লঞ্চের টাইম ৯টায়, সেখানে যদি নির্ধারিত সময়ে ছাড়ার পূর্বে যাত্রী ধারণ ক্ষমতার পরিপূর্ণ হয়ে যায়, ঐ লঞ্চ নির্ধারিত সময়ের পূবে ঘাট থেকে ছেড়ে যেতে হবে। আর ট্রেন নির্ধারিত সময়ের মধ্যে ছাড়তে হবে। একজন যাত্রী ৪টি টিকেট কিনতে পারবে। কোন অবস্থাই দালালের কারসাজী বরদাস্ত করা হবে না।

তিনি আরো বলেন, নদীপথে ছোট ছোট নৌকার মাঝীদের লাইভ জেকেট ঈদের পূর্বেই বিতরণ করবো। বিআইডাবিøউটিকে উদ্যোশে করে বলেন, নদীপথে এ যাবত কয়েকটি নৌ-দুর্ঘটনা হয়েছে। এ ব্যাপারে আপনাদের আরো আন্তরিক হতে হবে। বারংবারই লঞ্চ চলাচলে ঝুঁকি থেকেই যাচ্ছে। নদীতে অবৈধ বালগেইট আমরা বন্ধ করতে হবে। সরকারও চাচ্ছে কোন অবস্থাতেই অবৈধ কাজ যেনো কোথাও না হয়। সুতরাং আমাদের কাজ করতে হবে। আমরা ঘুমাতে আসিনাই। মানুষের কল্যাণে কাজ করতে এসেছি। আসুন আমরা যার যার অবস্থান থেকে চাঁদপুরকে নিরাপদ এবং ঈদের উৎসব মাতিয়ে রাখি। আশা করি আপনাদের সহযোগিতা থাকলে কোনো সমস্যা হবে না। ঈদ উদ্যাপন আগের চেয়ে আরো ভালো করার চেষ্টা করবো।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমানের পরিচালনায় সভায় ২০১৭ সালের ঈদুল ফিতরের প্রস্তুতি সভার কার্যবিবরণী পাঠ করা হয়।

সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, বিআইডবিøউটিএ’র উপ-পরিচালক আব্দুর রাজ্জাক, রেলওয়ে স্টেশন মাস্টার শোয়েব সিকদার, পুলিশের টিআই মো. নাসির উদ্দিন, বিশিষ্ট লঞ্চ ব্যবসায়ী আলহাজ্ব এম এ বারী, জেলা ক্যাবের সভাপতি জীবন কানাই চক্রবতী, জেলা স্কাউট প্রতিনিধি অজয় কুমার ভৌমিক প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা মোঃ মঈনুল হাসান,চাঁদপুুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা ও কচুয়ার নীলিমা আফরোজসহ বিভিন্ন উপজেলার ইউএনও, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি মো. সোলায়মান, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওঃ আব্দুস সালাম ও যুগ্ম সম্পাদক মাও. মুহাম্মদ আবদুর রহমান গাজী, ঐতিহাসিক বেগম জামে মসজিদের খতিব মুফতি মোঃ মাহবুবুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

সভায় বিগত বছরের সিদ্ধান্তসমূহ বলবৎ রেখে আরো নতুন কিছু সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত সমূহ হচ্ছে : ঈদুল ফিতর উপলক্ষে লঞ্চঘাটে যাত্রীসেবা নির্বিঘন রাখতে হবে এবং যাত্রীরা যদি নিজ মালামাল নিজেই বহন করে তাহলে ঘাটের কোনো কুলি বাধা প্রদান করতে পারবে না এবং কুলিদের পোশাক থাকতে হবে । আর যদি কোনো কুলি যাত্রীদের মালামাল নিয়ে অযথা হয়রানি করে বা নির্দিষ্ট পোশাক না পরে কাজ করে তাহলে মোবাইল কোর্টের আওতায় আনা হবে। নদী ও সড়ক পথে চলাচলকারী সকল যানবাহনের ভাড়া কোনো মতেই বৃদ্ধি করা যাবে না, বর্তমানে যে ভাড়া রয়েছে তা-ই বলবৎ রাখতে হবে, কোনো নৌযানে নৌকা দিয়ে যাত্রী ওঠানামা করানো যাবে না, ঈদ উপলক্ষে চাঁদপুর-বরিশাল নৌরূটে লঞ্চ যাত্রীদের জন্যে থাকবে কড়া নজরদারি, কোনোভাবেই অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ-স্টিমার ও ট্রেন চলাচল করতে পারবে না। যদি কোনো নৌযানে অতিরিক্ত যাত্রী উঠে যায় তাহলে চালকগণকে ঐ নৌযান ঘাটে থামিয়ে রাখতে হবে, এ নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন ও স্টিমার ঘাট এলাকায় ঘরমুখো মানুষ যাতে চুরি, ছিনতাই, পকেটমার ও মলম পার্টির খপ্পর থেকে রক্ষা পেতে পারে সে জন্যে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা-পোশাকে ডিবি পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবে। আজ থেকে মার্কেটসহ সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হবে। ঈদের ৩ দিন আগ থেকে ঈদের পরের দিন পর্যন্ত শহরের কোথাও এমনকি পাড়া-মহল্লার মোড়ে বা দোকানে অথবা বাসার ছাদেও বিকট আওয়াজে বাদ্যযন্ত্র বাজানো যাবে না। এ ছাড়া শহরের বাইরে থেকে গাড়ি ভাড়া করে উঠতি বয়সের যুবকরা সাউন্ড বক্স বাজিয়ে বড় স্টেশন মোলহেডে যাতে যেতে না পারে সে জন্যে এসব স্থানে চাঁদপুর মডেল থানা পুলিশকে কড়া নজরদারি রাখতে হবে। বড় স্টেশন মোলহেড এলাকায় নদীতে যাতে কেউ আনন্দ ভ্রমণের নামে কোনো ধরনের নৌযানে উন্মাদনা করতে না পারে সেদিকে কোস্টগার্ড নজরদারি রাখবে। সভায় বখাটে ইভটিজারদের ধরে আইনগত ব্যবস্থাগ্রহণের জন্যে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়। আর বিশেষ করে ঈদকে কেন্দ্র করে চাঁদপুরের কোথাও কোনো ধরনের চাঁদাবাজি বা সাধারণ মানুষকে হয়রানি করা হলে প্রশাসনিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

একই রকম খবর

Leave a Comment