স্টাফ রিপোর্টার : বাংলাদেশ যুব ইউনিয়ন চাঁদপুর জেলা সংসদের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে যাত্রী হয়রানি বন্ধ করতে জেলা প্রশাসন কর্তৃক কার্যকরী পদক্ষেপ নিয়ে তা বাস্তবায়ন করায় কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
সোমবার (১০ জুন) সকালে চাঁদপুর জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান এর হাতে তার কার্যালয়ে সংগঠন কর্তৃক একটি ধন্যবাদ পত্র তুলে দিয়ে এ কৃতজ্ঞতা জানানো হয়।
এ বিষয়ে বাংলাদেশ যুব ইউনিয়ন চাঁদপুর জেলা সংসদের সভাপতি জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, আমরা গত ২৩ মে ঈদকে ঘিরে যাত্রী হয়রানি বন্ধসহ ৫ দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর এক স্মারকলিপি প্রদান করি। সেই প্রক্ষিতে আমরা জেলা প্রশাসনের কার্যক্রম পর্যবেক্ষণ করি। এতে আমরা দেখি আমাদের দাবীর প্রেক্ষিতে যেসব পদক্ষেপ নেওয়ার কথা তা জেলা প্রশাসন নিয়েছে।
জাহাঙ্গীর হোসেন সাংবাদিদের আরো জানান, সাধারণ যাত্রী তথা জনগণের জন্য আমাদের উত্থাপিত দাবিগুলো জেলা প্রশাসন কর্তৃক পদক্ষেপ নিয়ে বাস্তবায়ন করেছে। এ কাজে চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লা আল মাহমুদ জামান ও পুলিশ বিভাগের ভূমিকা ছিলো প্রশংসনীয়। তাই এভাবে জনগণের পাশে থেকে তারা সব সময় সবার সেবা করবে। সেই প্রত্যাশা করে আমরা সাধারণ জনগণের পক্ষে জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুব ইউনিয়ন চাঁদপুর জেলা সংসদের অর্থ সম্পাদক কমল চন্দ্র দাস, শহর সংসদের সভাপতি রঞ্জিত সরকার, সহ-সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম, সাংগঠনিক সম্পাদক গাজী সাদ্দাম, সদর উপজেলা সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, যুব ইউনিয়ন নেতা আনোয়ার হোসেন প্রমুখ।