চাঁদপুরে মিয়াজি বাড়ি মসজিদ কমিটির আয়োজনে ঈদ পুনর্মিলনী

স্টাফরিপোর্টার : বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক চাঁদপুরের কৃতিসন্তান সুজিত রায় নন্দী বলেছেন, জননেএী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আছে বলেই এবারের ঈদে মানুষ কর্মস্থল থেকে নির্বিঘ্নে বাড়ি ফিরে আপনজনদের সাথে আনন্দ উদযাপন করতে পেরেছে। আওয়ামীলীগ সরকার জনবান্ধব সরকার। জনগণের কল্যানে দেশের যেকোন উৎসব সুন্দর ভাবে উদযাপন করতে পারে সেজন্যে সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকার ক্ষমতায় থাকলে দেশের জনগনের জীবন যাত্রার মান দিন দিন আরো বৃদ্ধি পাবে। বেকারত্ব দুরীকরণ করা হবে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারবে। প্রতিটি মানুষ স্বয়ংসম্পূর্ন হতে হলে সরকারকে সহযোগীতা করতে হবে। একটি উন্নয়নশীল রাষ্ট্র গঠনে জনগনের সহযোগীতা সবচেয়ে বেশী প্রয়োজন।

রবিবার সন্ধ্যায় শহরের পূর্বশ্রীরামদী গফুর মিয়াজি বাড়ি জামে মসজিদ কমিটির আয়োজনে ঈদ পুনর্মিলন অন্ষ্ঠুানের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

মসজিদ কমিটির সভাপতি মোঃ বাতেন মিয়াজির সভাপতিত্বে ও স্থানীয় মহিলা কাউন্সিলর শাহনাজ আলমগীেেরর পরিচালনায় অন্যাদের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইঞ্জিজনিয়ার আঃরব ভুইয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হানিফ পাটওয়ারী, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ নুরুল ইসলাম মিজি, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক এস, এম জয়নাল আবেদীন, কাফরুল থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নয়ন, সাংবাদিক আশরাফুল আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাইনুল ইসলাম মনির, সদস্য সুজন সরকার, আলমগীর মেম্বার, মোঃ জিকু মিয়াজী, সোহেল মিয়াজী প্রমুখ। অন্ষ্ঠুানে মিয়াজি বাড়ির বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।

একই রকম খবর

Leave a Comment