স্টাফ রিপোটার : চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে ধর্ম পালন করার নামই শান্তি। তাই ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি না করে সকলে মিলে মিশে ধর্মীয় উৎসবগুলো পালন করুন, তাহলেই সমাজে শান্তি বর্ষিত হবে এবং অশান্তি বিতাড়িত হবে। যে যেই ধর্মেরই হোন না কেন, উৎসব সকলে মিলে মিশে পালন করবেন।
রোববার (২২ জুলাই) বিকেলে মতলব উত্তর উপজেলার চরপাথালিয়া গ্রামে উল্টো রথযাত্রা উৎসব-২০১৮ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসপি শামসুন্নাহার পিপিএম বাল্যবিবাহের কুফল তুলে ধরে বলেন, যতদিন পযন্ত বাল্যবিবাহ বন্ধ না হবে, ততদিন পর্যন্ত নারী ও শিশু নির্যাতন বন্ধ হবে না। তাই বাল্যবিয়ে বন্ধে সকলকে সতর্ক থাকতে হবে। মনে রাখবেন একটি মেয়ে সংসারের বোঝা নয়। একেকটি মেয়ে একেকটি নক্ষত্র। তাই মেয়েদেরকে বোঝা ভেবে বাল্যবিয়ের অভিশপ্ত জীবনে ঠেলে দিবেন না। মেয়েদেরকে লেখাপড়া করাবেন। আমিও একদিন মেয়ে ছিলাম। আজ পুলিশ সুপার। এমনি করে একটি মেয়ে আমার থেকেও উচ্চ পদে নিযুক্ত হতে পারে। তাই মেয়েদের সর্বোচ্চ সুযোগ দিতে হবে। তিনি উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সকলে মিলেমিশে বাল্যবিয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন। বাল্যবিয়েকে সমাজ থেকে বিতাড়িত করতে হবে। এতে পুলিশ প্রশাসন যত সহযোগিতা লাগবে তা করবে।
তিনি মাদকের ব্যাপারে বলেন, বর্তমান সমাজে মাদক একটি অভিশাপ। মাদকসেবীরা পিতা-মাতাকেও মারধর করে। এর চেয়ে জঘন্যতম অপরাধ আর কিছু হতে পারে না। তাই যে কোনো মূল্যে চাঁদপুর জেলাকে মাদকের ব্যাপারে জিরো টলারেন্সে আনা হবে। যারা সমাজে সচেতন ব্যক্তিবর্গ আছেন, আপনারা মাদকের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করবেন। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলবেন। মাদকের ব্যাপারে কোনো আপোষ নয়। মাদকের কারণে একদিন সমাজ ও দেশ হুমকির মুখে পড়বে। তাই মাদক নির্মূলে পুলিশকে সহায়তা করার জন্যে সকলের প্রতি আহ্বান জানান পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম।
শ্রীশ্রী জগন্নাথ দেব রথযাত্রা উৎসব কমিটির সভাপতি রবীন্দ্র নারায়ণ রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) রাজন চন্দ্র দাস, চাঁদপুর জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায়, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সুফী খায়রুল আলম, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল হক প্রমুখ। আরো বক্তব্য রাখেন শ্রীশ্রী জগন্নাথ দেব রথযাত্রা উৎসব কমিটির চাঁদপুর জেলা শাখার পরিচালক জগনানন্দ , মতলব উত্তর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, রথযাত্রা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক রথনাশ্বর দাস, চরপাথালিয়া জগন্নাথ মন্দির কমিটির সভাপতি ভগবান জগন্নাথ দাস প্রমুখ। এ সময় স্থানীয় এলাকার হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উল্টো রথযাত্রা দড়ি টেনে উদ্বোধন করেন এসপি শামসুন্নাহার পিপিএম। এ সময় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।