উত্তর শাহতলী বায়তুল ইছলাহ জামে মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিল সম্পন্ন

মো: রানা সরকার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহ্তলী তালতলা বায়তুল ইছলাহ জামে মসজিদ ব্যবস্থাপনা পরিষদ ও যুব সমাজের উদ্যোগে ও শাহতলী কামিল মাদরাসার সহকারি অধ্যাপক আলহাজ্ব হযরত মাওলানা শাহসূফী কামাল হোসাইনের সভাপতিত্বে ৬ষ্ঠ ওয়াজ ও দোয়ার মাহফিল গতকাল ২৪ নভেম্বর (রবিবার) মসজিদ সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হয়েছে।

ওয়াজ ও দোয়ার মাহফিল পূর্বে উত্তর শাহতলী তালতলা বায়তুল ইছলাহ জামে মসজিদের ইমাম ও খতিব মো: আমির হামজার পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উত্তর শাহতলী তালতলা বায়তুল ইছলাহ জামে মসজিদের সেক্রেটারী মো: জাহিরুল হক লালু মাষ্টার।

মাহফিল উপলক্ষে বেলা ২ঘটিকায় ইসলামি সংগীত, হামদ, নাত প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন, উত্তর শাহতলী তালতলা বায়তুল ইছলাহ জামে মসজিদের সেক্রেটারী মো: জাহিরুল হক লালু মাষ্টার, বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো: আমিনুল ইসলাম, মো: রুবেল গাজী, মো: হান্নান গাজীসহ অন্যান্যরা।

মাহফিলে ওয়াজ করেন আন্তজার্তিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছেরে কুরআন ও সুমধুর কন্ঠের অধিকারী আলহাজ্ব মুফতি মুহাম্মদ শামছুল হুদা মাসুমী ঢাকা, শাহতলী কামিল মাদরাসার আরবী প্রভাষক আলহাজ্ব হযরত মাওলানা মো: আব্দুল মান্নান, উত্তর শাহতলী তালতলা বায়তুল ইছলাহ জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব মো: হেলাল উদ্দিনসহ ওয়াজিনে কেরামগন।

মাহফিলে সকলস্তরের ধর্মপ্রান মুসল্লিগন অংশগ্রহন করায় মুসল্লিদের ধন্যবাদ জানিয়েছেন উত্তর শাহতলী তালতলা বায়তুল ইছলাহ জামে মসজিদ কমিটির সভাপতি মো: মোশারফ হোসেন ভুট্টো, মাহফিল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: মুন্নাফ গাজী ও মাহফিল ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি মো: জসিম উদ্দিন খান সুমন।

একই রকম খবর