চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরের কৃতিসন্তান শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির এমপির সহযোগিতায় ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীন চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় ৪তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের কার্যμম পরিদর্শণ করেন এবং কাজের উদ্বোধন করেন চাঁদপুর শিক্ষা প্রকৌশল অফিসের সহকারি প্রকৌশলী মো: নূর-ই-আখতার ।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর শিক্ষা প্রকৌশল অফিসের উপ-সহকারি প্রকৌশলী মো: মেহেদী হাসান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোশারফ হোসেন তালুকদার,ম্যানেজিং কমিটির সদস্য শাহাজাহান খান ,ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আব্দুল গণি গাজী,ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো: জলিল খান ,ম্যানেজিং কমিটির মহিলা সদস্য মুক্তা বেগম. ঠিকাদার হান্নান ,
৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি মেম্বার মো: সফিক কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মহিলা ইউপি মেম্বার ফিরোজা বেগম, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: ফারুক কারী ,২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ ,সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের যুবলীগের যুগ্ম আহŸায়ক মো: রুবেল কারী,
স্থানীয় আওয়ামী লীগ নেতা মো: আবুল কাশেম কারী,বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিকা নাজমা বেগম, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: সোহরাব হোসেন, সহকারি শিক্ষক মো: ইদ্রিস মিয়া, সহকারি শিক্ষক মো: রফিকুল ইসলাম পাটওয়ারী, সহকারি শিক্ষিকা রুবিনা আক্তার, সহকারি শিক্ষিকা মেহেরুন নেছা, সহকারি শিক্ষক দীপঙ্কর দে, সহকারি শিক্ষক মো: নেছার আহমেদ প্রমুখ ।
উদ্বোধন শেষে চাঁদপুর শিক্ষা প্রকৌশল অফিসের সহকারি প্রকৌশলী মো: নূর-ই-আখতার ও চাঁদপুর শিক্ষা প্রকৌশল অফিসের উপ-সহকারি প্রকৌশলী মো: মেহেদী হাসান ভবনের স্থান পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন ।
সবশেষে নতুন ভবনের কাজ সুন্দর ভাবে সম্পন্ন করার লক্ষ্যে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মাওলানা মিজানুর রহমান। দোয়া অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম এটি আহমেদ হোসাইন রুশদীর অবদানের জন্য শ্রদ্বার সাথে স্বরণ করেন ।
জানা গেছে,চাঁদপুর সদর ও হাইমচর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি গত ডিসেম্বর মাসে এ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি মহোদয়ের সহযোগিতায় শাহতলী জিলানী চিশতী কলেজে একটি ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন করেছেন।
এছাড়াও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন ও শাহতলী কামিল মাদরাসা ভবন অনুমোদন লাভ করেছে । বর্তমান সরকারের আমলে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি প্রচেষ্টায় এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করেছেন। শিক্ষামন্ত্রী মহোদয়ের মাধ্যমে চাঁদপুরের সমগ্র শিক্ষা-প্রতিষ্ঠান তথা সমগ্র দেশের শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন হয়েছে।
উল্লেখ্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের জন্য প্রায় ৩ কোটি টাকা বরাদ্ব প্রদান করা হয়েছে ।