সাইফুল ইসলাম সিফাত : আজ শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচন। অনুষ্ঠিতব্য নির্বাচনে ৩ জন প্রাথী চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বীতা করছেন।
আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য নৌকা প্রতীকের মোঃ কামরুজ্জামান মিন্টু।
বিএনপির দলীয় মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের মোঃ ওবায়েদুল হক মজুমদার (খোকন)। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে (আনারস) প্রতীকে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ বাবুল আক্তার ।
এদিকে বিএনপির দলীয় ভোটাররা বলছেন, দলীয় গৃহদাহ রেখেই সাবেক বিএনপি নেতা ওবায়দুল হক মজুমদারকে (খোকন) দলীয় প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। একই ভাবে আওয়ামীলীগও দল থেকে একক প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নৌকা প্রতীকে মোঃ কামরুজ্জামান মিন্টুকে দলীয় মনোনয়ন দেন। পাশা-পাশি সাবেক ছাত্রলীগ নেতা বাবুল আক্তার মাঠে রয়েছেন।
এখন দেখার বিষয় রাজনৈতিক ভেদাভেদ ভুলে চেয়ারম্যান পদটি কোন দল পুনরুদ্ধার করতে পারেন। সেটাই এখন দেখার বিষয় বলে দু’দলের দলীয় কর্মী ও সমর্থকরা মনে করছেন।
উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়, এবারের নির্বাচনে অত্র উপজেলায় ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের মোট ১ লাখ ৬৮ হাজার ৭শত ৪৮জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। যাতে পুরুষ ভোটার ৮৩ হাজার ৫শত ২ জন ও মহিলা ভোটার ৮৫ হাজার ২শত ৪৬ জন। কেন্দ্রের সংখ্যা ৫৭টি।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ ওবায়েদুর রহমান জানান, গত ২৫ জুলাই নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই সময় উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের রাঢ়া গ্রামের ২৫ জন ভোটারের নাম ও ঠিকানা ভোটার তালিকায় সঠিকভাবে না উঠায় এর প্রতিকার চেয়ে ওই গ্রামের মৃত মোঃ আব্দুল হামিদের ছেলে মোঃ জাকির হোসেন হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করে। গত ২৬ জুন হাইকোটের একটি বেঞ্চ উপজেলা পরিষদ নির্বাচনটি স্থগিত করে একটি রুল জারি করেন। পরে গত ২৪ সেপ্টম্বর নির্বাচন কমিশন সচিবালয়ে ১৭.০০.০০০০.০৭৯.৪০.০০১.১৮-২১৯ নং স্মারকে নির্বাচন কমিশন চাঁদপুর জেলার শাহরাস্তি স্থগিতকৃত শূন্য চেয়ারম্যান পদে যে পর্যায় থেকে স্থগিত করা হয়েছে সে পর্যায় থেকে ৩ অক্টোবর তারিখ নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা প্রদান করে। ওই হিসেবে আজ ৩ অক্টোবর বুধবার এ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৩ মার্চ এ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। ওই নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী দেলোয়ার হোসেন মিয়াজী জয়লাভ করেন। গত ৮ মে দেলোয়ার হোসেন মিয়াজী চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করায় এ পদটি শূণ্য হয়। আগামী ২০ মে ২০১৯ সালে এ পরিষদের মেয়াদ পূর্ণ হবে।