হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সভা

স্টাফ রিপোর্টার :  বুধবার হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সভা উপজেলা ই-সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি বৈশাখী বড়ুয়ার সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শাহাজাহান তালুকদার শাহ এর পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রথমেই হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি বৈশাখী বড়ুয়া জন প্রশাসন মন্ত্রণালয়ে পদকে ভূষিত হওয়ায় এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পদক গ্রহণ করায় উপজেলা ক্রীড়া সংস্থার অনান্য সংসদ ফুলেল শুভেচ্ছা জানান।

এর পর আলোচনায় হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ফুটবললীগ আয়োজনের সিদ্ধান্ত হয়। আগামী সেপ্টেম্বরের প্রথম দিকেই এই লীগ শুরু হবে। এর পূর্বে লীগকে সফল এবং স্বার্থক করার জন্য ক্রীড়া সংস্থার অন্যান্য সকল সদস্যকে সকল প্রস্তুতি সম্পন্ন করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি বৈশাখী বড়ুয়া পরামর্শ দেন।

লীগ পরিচালনার জন্য ৯ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।

হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও ক্রীড়া সংস্থার সদস্য মুন্সী মোহাম্মদ মনিরকে আহবায়ক করে ৯ সদস্যসের একটি কমিটি গঠন করা হয়।

কমিটির যুগ্ম আহবায়ক প্রাক্তণ ক্রীতি খেলোয়াড় ওয়ালী উদ্দিন খোকা, যুগ্ম আহবায়ক প্রাক্তণ ক্রীতি খেলোয়াড় মামুনুর স্বপন যুগ্ম আহবায়ক, ফুটবলার জাহিদুর রহমান জাহিদ, সদস্য সচিব বর্তমান উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার শাহা সম্মানিত সদস্য প্রাক্তণ ফুটবলার জনাব এমদাদ হোসেন মজুমদার, সম্মানিত সদস্য ও সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম (অভি) মুন্সী, হাজীগঞ্জ পাইলট বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা বেগম।

এ ছাড়াও চলতি মাসে চাঁদপুর জেলা প্রশাসক ফুটবল লীগে অংশগ্রহনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

একই রকম খবর

Leave a Comment