শাহরাস্তি উপজেলা উপ-নির্বাচন স্থগিত

স্বপন কর্মকার মিঠুন শাহরাস্তি : শাহরাস্তি উপজেলা পরিষদ উপ-নির্বাচন স্থগিত করা হয়েছে। হাইকোটের আদেশে নির্বাচন কমিশন এ উপজেলার উপ-নির্বাচন স্থগিত করেন।

রবিবার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে একটি পরিপত্র জারি করেন। এতে পরবর্তী নির্দেশ না দেয়া  পর্যন্ত উক্ত নির্বাচন স্থগিত করা হয়েছে ।

প্রসঙ্গত : গত ২৬ জুন হাইকোটের বিচারপতি মো. আশফাকুল আলম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচন ১০ দিনের জন্য স্থগিতাদেশ প্রদান করেন।

সংশ্লিষ্ট সুত্র জানায়, উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের রাঢ়া গ্রামের ২৫ জন ভোটারের নাম ও ঠিকানা ভোটার তালিকায় সঠিকভাবে না উঠায় এর প্রতিকার চেয়ে ওই গ্রামের মৃত মোঃ আব্দুল হামিদের ছেলে মোঃ জাকির হোসেন হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন।

উল্লেখ্য, গত ১০ জুন শাহরাস্তি উপজেলা পরিষদ উপ-নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়। আগামী ২৫ জুলাই ভোট গ্রহন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন মিয়াজী স্বেচ্ছায় চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। পরে উপজেলা চেয়ারম্যন শূন্য পদে উপ- নির্বাচনে তফসিল ঘোষনা করেন নির্বাচন কমিশন।

একই রকম খবর

Leave a Comment