এইচএসসিতে চাঁদপুর শহরে শীর্ষে সরকারি কলেজ, এ প্লাসে মহিলা কলেজ

ইব্রাহিম খান : সারাদেশের ন্যায় চাঁদপুর জেলায়ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি সমমানের পরীক্ষার ফল বুধবার (১৭ জুলাই) প্রকাশিত হয়েছে। চাঁদপুর সদর উপজেলার কলেজ গুলো থেকে মোট ৩৬শ’ ৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্য ২৯শ’৯৫ জন পাশ করে। পাশের হার ৮১.৪১%।

চাঁদপুরে এবার ফলাফলের দিক দিয়ে শীর্ষে রয়েছে চাঁদপুর জেলার চাঁদপুর সরকারি কলেজ। এ কলেজ থেকে মোট পরীক্ষার্থী ছিলো ৫শ’৩৬ জন এর মধ্যে পাশ করেছে ৪৮৬ জন। পাশের হার ৯০.৬৭%। জিপিএ ৫ পেয়েছে ১৫ জন।

ফলাফলের দিক দিয়ে চাঁদপুর সরকারি কলেজের পরেই রয়েছে চাঁদপুর সরকারি মহিলা কলেজ। তবে সব্বোচ্চ জিপিএ ৫ পেয়েছে এ কলেজটি। এ কলেজে মোট পরিক্ষার্থী ছিলো ৯শ’৩৬ জন। এদের মধ্যে পাশ করেছে ৭৭৯ জন। পাশের হার ৮৩.২৩ %। জিপিএ ৫ পেয়েছে ৩৪ জন

। তবে ফলাফলের দিক দিয়ে কিছুটা পিছিয়ে রয়েছে একসময়ে শীর্ষস্থানে থাকা চাঁদপুর আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ। এই কলেজ থেকে এ বছর পরিক্ষার্থী ছিলো ৪৪৭ জন। পাশ করেছে ৪১৭ জন। পাশের হার ৮৭.৪২%। জিপিএ ৫ পেয়েছে ২১ জন।

এছাড়াও পুরানবাজার ডিগ্রি কলেজ ও ফরক্কাবাদ ডিগ্রি কলেজ এবার সন্তোষ জনক ফলাফল অর্জন করেছে। পুরানবাজার ডিগ্রি কলেজ থেকে এবছর মোট পরিক্ষার্থী ছিলো ৪২৬ জন এদের মধ্যে পাশ করেছে ৩৫৯জন। পাশের হার ৮৪.৬৭%। ফরক্কাবাদ ডিগ্রি কলেজ থেকে এবছর পরিক্ষার্থী ছিলো ৩৭২ জন এদের মধ্যে পাশ করেছে ২৬১ জন। অনুপস্থিত ছিলো ৬ জন। পাশের হার ৭০.১৬%।

এদিকে চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজে সন্তোষজনক ফলাফল অর্জন করেছে। এ কলেজ থেকে পরীক্ষা দিয়েছে ১২৩জন। পাশ করেছে ৬৮ জন। পাশের হার ৫৫.২৮%। এর মধ্যে এ ৫জন, এ-৭জন, বি ১২জন, সি ৪২জন ও ডি গ্রেড পেয়েছে ২জন। চাঁদপুর রেসিডেন্সিয়াল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৬৯ জন। পাশ করেছে ৪২ জন। পাশের হার ৬০.৮৭।

বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে পরীক্ষার্থী ছিলো ৪শ’২৬ জন। পাশ করেছে ৩শ’৩৯ জন। পাশের হার৭৯.৫৮%। খেরুদিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে পরীক্ষার্থী ছিলো৫৩ জন। পাশ করেছে ৪০ জন। পাশের হার ৭৫.৪৭%। কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজে পরীক্ষার্থী ছিলো ৪০জন। পাশ করেছে ২০জন। পাশের হার ৫০.০০%।

এ ছাড়াও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে হাজীগঞ্জ মডেল সরকারী কলেজ থেকে ২০০জন পরীক্ষা দিয়ে ১৯৫জন পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ৫৪জন। পাশের হার ৯৭.৫০। হাজীগঞ্জ সরকারী মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ থেকে ১০৭ জন পরীক্ষা দিয়ে ১০৩জন পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ১৯জন। পাশের হার ৯৬.২৬।

তবে প্রতিটি কলেজ কতৃপক্ষই আগামীতে আরো ভালো ফলাফল হবে বলে অভিমত ব্যক্তকরেন।

একই রকম খবর