ঢাকা অফিস : বাংলাদেশ পুলিশের ৫৫ জন পরিদর্শককে (সশস্ত্র) সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
পদোন্নতিপ্রাপ্তরা বিসিএস (পুলিশ) ক্যাডারের মর্যাদা পাবেন। পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শকরা দীর্ঘদিন ধরে ওসি এবং সমপদমর্যাদায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কর্মরত ছিলেন।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর পদোন্নতি পাওয়া ক্যাডারভুক্ত পদে যোগদান পত্র পাঠাতে বলা হয়েছে।
এই আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।
আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাসের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।