স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরে পৃথক ভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে শহরে একই দিনের মধ্যে ৩ যুবকের মৃত্যু হয়েছে বলে খবর প্রকাশ হয়েছে। এ ৩ যুবকের একই সাথে শহরের মাদ্রাসা রোডে অনুষ্ঠিত হলো নামাজে জানাযা।
এরা হচেছ,শহরের গুয়াখোলা রোডের বাসিন্দা বিশিস্ট সমাজ সেবক মরহুম ছাবের আলী গাজীর ২য় ছেলে রেলওয়ে দারুল উলুম মাদরাসা মসজিদের সভাপতি মো: হাসান গাজী (৪৮), কবরস্থান রোডের বাসিন্দা মুসলিম খানের ছেলে লিটন খান (৩৫) ও ক্লাব রোডর সাদ্দাম হোসেন (৩০)।
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দিন ও রাতে তারা মৃত্যুবরণ করেন।
শুক্রবার (৭ সেপ্টেম্বর) বাদ জুম’আ শহরের মাদরাসা রোডস্থ লঞ্চঘাট এলাকার রেলওয়ে দারুল উলুম মাদ্রাসা মাঠে হাজার-হাজার ধর্মপ্রান মুসলমানের উপস্থিতির মধ্য দিয়ে উল্লেখিত ৩ ব্যাক্তির নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
নামাজে জানাযায় ইমামতি করেন রেলওয়ে দারুল উলুম মাদরাসা মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ ক্বারী রশিদ আহম্মেদ।
মরহুমদের পক্ষে বক্তব্য রাখেন, হাসান গাজীর ছোট ভাই ও সাবেক পৌর কাউন্সিলর হোসেন গাজী, লিটন খানের ফুফাত ভাই মো. হোসেন মাঝি ও সাদ্দামের পক্ষে মসজিদের খতিব আলহাজ¦ হাফেজ ক্বারী রশিদ আহম্মেদ।
নামাজে জানাযায় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভুঁইয়া, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামান, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা যুবদলের সভাপতি মোফাজ্জাল হোসেন চান্দু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হযরত আলী বেপারী, জাতীয় দৈনিক অনুপমা এর সম্পাদক ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মো. রোকনুজ্জামান রোকনসহ বিভিন্ন পেশা শ্রেনীর মানুষসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ।
একসাথে ৩ ব্যাক্তির নামাজে জানাযায় মানুষের ঢল নামে। এসব মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।