শাহতলী জোবাইদা বালিকা উবির নতুন ৪তলা একাডেমিক ভবন নির্মাণকল্পে মতবিনিময় 

মো: রানা সরকার ঃ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাঁদপুর এর অধীন চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ৪তলা একাডেমিক ভবন নির্মাণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪এপ্রিল (বুধবার) দুপুর ১২টায় বিদ্যালয় প্রধান শিক্ষকের কার্যালয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ,সংশ্লিষ্ট ঠিকাদার হান্নান ঢালী,

উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নাজমা আক্তার, সহকারি শিক্ষক রুবিনা আক্তার, সহকারি শিক্ষিকা মেহেরুন নেছা, সহকারি শিক্ষক ইদ্রিস আলী, সহকারি শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম পাটওয়ারী, সহকারি শিক্ষক মো: সোহোরাব হোসেন, সহকারি শিক্ষক নেছার আহমেদ, শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, সহকারি লাইব্রেরীয়ান মাওলানা আব্দুল মান্নান।

মতবিনিময় সভায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী নতুন ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণকল্পে সবার সহযোগিতা কামনা করেন ।

এ ছাড়াও বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন অনুমোদন পাওয়ায় মাননীয় শিক্ষামন্ত্রী ডা:দীপু মনির প্রতিও সভায় কৃতজ্ঞতা জানানো হয়েছে ।

একই রকম খবর

Leave a Comment