চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরের জনবান্ধব পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম বলেছেন , আইজি ড.মোহাম্মদ জাবেদ পাটওয়ারী মহোদয়ের জেলায় সচ্ছভাবে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দিতে পারায় নিজকে ধন্য মনে করছি । এ জন্য চাঁদপুরবাসীর প্রতি বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি । কারণ আমি চাঁদপুরের স্থানীয় সাংসদ, জনপ্রতিনিধি ,সাংবাদিকসহ সকল মহলের আকুণ্ঠ সমর্থন পেয়েছি । যার কারণে পুলিশ কনষ্টেবল পদে সচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ সম্পন্ন করতে সমর্থ হয়েছি ।
পুলিশ সুপার জানান, চাঁদপুরে সচ্ছ প্রক্রিয়ায় কনষ্টেবল পদে নিয়োগ হওয়ার বিষয়টি ইলেট্রনিক , প্রিন্ট ও অনলাইনে ব্যাপক প্রশংসিত হয়েছে । সবাই সাধুবাদ জানিয়েছে ।
গত ১ জুলাই দুপুরে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে দৈনিক চাঁদপুর খবর সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সাথে একান্ত আলাপচারিতায় তিনি এ কথাগুলো বলেন।
পুলিশ সুপার আরো জানায়, জেলার কোন স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় এমপিসহ কারো কোন হস্তক্ষেপ না থাকায় একবারে সচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ হয়েছে।
এক প্রশ্নের উত্তরে এসপি জিহাদুল কবির বিপিএম, পিপিএম জানায়, আলহামদুলিল্লাহ ১শ’ ১৫ জন কনস্টেবল পদে পুলিশে চাকুরি পেয়েছে। কিন্তু কেউ বলতে পারবে না তারা কারো কাছে কোন টাকা প্রদান করেছেন।
পুলিশ সুপার জানান, যাহারা কনস্টেবল পদে পুলিশে চাকুরি পেয়েছে সবার পরিবার একবারে মধ্যবৃত্ত। কারো বাবা ঢাকায় ভ্যান গাড়িতে করে সবজি বিক্রয় করে। কারো বাবা ফল বিক্রয় করে। আবার কারো পিতা কৃষিকাজ করে। এমন পরিবার থেকে আসা ছেলেরা চাকুরি পাওয়া আমি ধন্য। এমন ছেলেরা কোন প্রকার টাকা দেয়ার সামথ্য নাই। সামান্য টাকা দিয়ে আবেদন করে মেধা ও যোগ্যতার কারণে চাকুরি পেয়েছে।
তিনি জানান, মাত্র ১০৩ টাকায় (জনপ্রতি) আবেদন করে ১শ’ ১৫ জন কনস্টেবল পদে পুলিশে চাকুরি পেয়েছে। চাঁদপুর জেলায় ১২৩ পদে সাধারণভাবে পুরুষ ৩৩ জন ও নারী ৬ জন, বিশেষ কোঠায় পুরুষ ২৯ জন ও নারী ৫৫ সর্বমোট ১২৩ পদে ১শ’১৫ জন কনস্টেবলে চাকুরী পেয়েছে। এর মধ্য মোট মহিলা ৬১ পদে ৫৩ জন চাকুরি পেয়েছেন। আর পুরুষ ৬২ পদের মধ্য ৬২ জনের চাকুরী পেয়েছে। মাত্র ১০৩ টাকায় পুলিশ কনস্টেবল পদে আবেদন করে ১শ’২৩ পদে মোট ১শ’১৫ জন চাকুরী পেয়েছে।
তিনি আরো জানান, গত ২২ জুন চাঁদপুর জেলা পুলিশ লাইন্সে সকাল ৮টা থেকেই রাত ১২ পর্যন্ত পুলিশ কনস্টেবল পদে শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা’র প্রথম ধাপ সম্পন্ন হয়। রোববার (২৩ জুন) লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় পরে ২৫ জুন (মঙ্গলবার) লিখিত ফলাফল প্রকাশ করা হয়। অবশেষে গত বুধবার (২৬ জুন) মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। চাঁদপুরে ১শ’২৩ পদে সর্বমোট ৩৭শ’ প্রার্থী আবেদন করেছেন। প্রথম দিনে শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা’র সময় দেখা মিলেছে হাজার হাজার প্রার্থী।
প্রসঙ্গত, গত শনিবার (২২ জুন) ভোর থেকেই প্রার্থীর উপস্থিতিতে সরগরম ছিলো চাঁদপুর পুলিশ লাইন্স। উত্তর দিকে জেলা পরিষদ আর পশ্চিমে মঠখোলা পর্যন্ত ছিলো প্রার্থীদের বিশাল লাইন। এছাড়া অভিভাবকদের বিশাল ঢলে পুরো এলাকা জুড়ে বিরাজ করছিলো সরগরম।
এদিকে সচ্ছ প্রক্রিয়ায় পুলিশের নিয়োগ হওয়ায় সর্বমহলে ভূয়সী প্রশংসীত হয়েছে চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির। “১০৩ টাকায় ১শ’১৫ জনকে পুলিশে চাকুরি দিলেন চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির” শীর্ষ শিরোনামে গত ২৬ জুন দৈনিক চাঁদপুর খবর পত্রিকা ও অনলাইন পোর্টাল সংবাদ প্রকাশিত হয়েছে। অনলাইন পোর্টালের সংবাদটি চাঁদপুর জিহাদুল কবির মহোদয় (ঔবযধফঁষ কধনরৎ) তাঁর ফেসবুক আইডিতে শেয়ার করলে এ পর্যন্ত এক হাজার ৭শ শেয়ার করা হয়।
এছাড়া ব্যাপক লাইক ও কমেন্ট করে। এ সময় কমেন্টে সাধারণ মানুষসহ পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা চাঁদপুরের পুলিশ সুপারকে ধন্যবাদ জানান ও ভূয়সী প্রশংসা করে। এছাড়া সচ্ছভাবে কনস্টেবল পদে চাকুরী পেয়ে মহাখুশী চাঁদপুরবাসী। এজন্য সর্বমহল থেকে চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবিরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।