মহামায়া বাজারে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারে দেশের শীর্ষ স্থানীয় সেবাদানকারী ব্যাংকিং প্রতিষ্ঠান আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ১৪৫ তম এজেন্ট আউটলেটের শুভ উদ্বোধন করা হয়েছে।

২৫জুন সোমবার মধ্য বাজারের হাজী বরকত উল্যাহ ভবনের ২য় তলায় আনুষ্ঠানিকভাবে ব্যাংকের উর্দ্ধোতন কর্মকর্তারা এই সেবামূলক প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন।

এই সেবামূলক ব্যাংকিং প্রতিষ্ঠানটির বিশেষত্ব হচ্ছে বায়োমেটিক পদ্ধতিতে একাউন্ট ও গ্রাহক সনাক্তকরন, দেশব্যাপি সম্পূর্ন অনলাইন সেবা, রিয়েল টাইম ট্রানজেকশন, শাখায় লেনদেনের জন্য এমআইসিআর চেক বই প্রদান, ডেবিট মাষ্টার কার্ড প্রদান, নূন্যতম সার্ভিস চার্জ, সর্ব নিম্ম ব্যালেন্সে একাউন্ট খোলা যে কোন লেনদেন স্বয়ংক্রিয় মোবাইল এসএমএস, কম্পিউটার এবং সর্ব প্রকারএকাউন্ট খোলা সেবা সহ আরো বহু সেবা প্রদান।

শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এজেন্ট ব্যাংকিং কর্মকর্তা আলহাজ্ব আবেদ আহাম্মদ খান।

এজেন্ট ব্যাংকিং প্রধান কার্যালয়ের ফাস্ট এ্যাসিস্টান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ সাখাওয়াত হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ফাস্ট এ্যাসিস্টন্ট ভাইস প্রেসিডেন্ট ও হাজীগজ্ঞ শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আনোয়ার হোসেন।

মহামায়া বাজার শাখা ব্যবস্থাপক শাহপরানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন মাহমুদ, মহামায়া বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক শাহাজালাল বেপারী,পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর হাজীগঞ্জ পশ্চিম জোনের ইনচার্জ মোঃ মনির হোসেন মুন্সি, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবীদ আবু তাহের খোকা।

এসময় বাজারের ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন। দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সাইফুল ইসলাম।

একই রকম খবর

Leave a Comment