এটিএন নিউজের কানেকটিং বাংলাদেশ অনুষ্ঠানের টীম শাহতলীতে

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড শাহতলীস্থ ক্বারী বাড়িতে এটিএন নিউজ কানেকটিং বাংলাদেশ চিকিৎসা বিষয়ে অনুষ্ঠান সম্প্রচারের জন্য ফুটেজ রেকর্ড গ্রহণ করা হয়েছে শনিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় ।

এসময় মহিলা রোগীদের গাইনি বিষয়ে সমস্যার কথা বললে ঢাকা থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দেয়া হয়েছে।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, এটিএন নিউজের হেডঅব নিউজ মুন্নি সাহা।

এসময় এটিএন নিউজ কানেকটিং বাংলাদেশ চিকিৎসা বিষয়ে অনুষ্ঠান পরিচালনা টিম এর সাথে ছিলেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি পার্থনাথ চক্রবর্তী স্থানীয় ইউপি মেম্বার শফিক ক্বারী, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সহকারী বার্তা সম্পাদক আহম্মদ উল্যাহসহ এলাকার মহিলা রোগীরা।

উল্লেখ্য : সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার এটিএন নিউজ কানেকটিং বাংলাদেশ চিকিৎসা বিষয়ে অনুষ্ঠান সম্প্রচার করা হয়।

একই রকম খবর

Leave a Comment