চাঁদপুরে এতিমদের নিয়ে এমপি প্রার্থী রেদওয়ান খান বোরহানের ইফতার

কাউছুল উল রাব্বি : পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুর মাছ ঘাটের মৎস্য ব্যবসায়ী, মাঝি ও রেলওয়ে মাদানী দারুসসুন্নাহ মাদ্রাসার প্রায় ৫০০ এতিম শিশুদের সঙ্গে নিয়ে ইফতারি করেন চাঁদপুর ৩ আসনে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব রেদওয়ান খান বোরহান।

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক, চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি, চাঁদপুর সদর ও হাইমচর ৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব রেদওয়ান খান বোরহানের আয়োজনে  ৩১ মে চাঁদপুর বড় স্টেশন রেলওয়ে মাদ্রাসা প্রাঙ্গনে এই ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়াও ইফতারের আলোচনায় রেদেওয়ান খান বোরহান প্রথমেই মহান আল্লাহতালার কাছের শুকিরিয়া আদায় করে, পবিত্র কোরআনের ১৭ পারার ৮৭ নাম্বার আয়াতের ব্যখ্যা দিয়ে বলেন, ইউনুছ নবীকে আল্লাহ মাছের পেটে বাঁচিয়ে রেখেছিলেন আর আমরা সেই মাছের দল আওয়ামী মৎস্যজীবী
লীগ করতে পারার কারনে মহান রব্বুল আলামিনের দরবারে লাক্ষ্যে কোটি শুকরিয়া জানাই।

ইফতার ও দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন, রেলওয়ে মাদ্রাসার অধক্ষ্য মুক্তি সিরাজুল ইসলাম, চাঁদপুর মাছঘাট বনিক সমিতির সভাপতি হাজী আব্দুল খালেক মাল, সাধারণ সম্পাদক হাজী মোঃ সবেবরাত, সরদার,হাজী জয়নাল খা, শাহাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সামসুজ্জামান পাটওয়ারী, মোহাম্মাদ মেজবাহ উদ্দিন প্রমুখ।

উল্লেখ্যঃ চাঁদপুর সদরের ধর্মপ্রান মুসল্লিদের প্রতিদিন সেহেরি খাওয়ার সুবাধে মাইক দিয়ে ধর্মীয় গজল, হাম, নাত চালিয়ে যাচ্ছেন আলহাজ্ব রেদওয়ান খান বোরহান। চাঁদপুর সদরে ৩টি মাইকের মাধ্যমে মুসল্লিদের এই সেবা দিয়ে চলেছেন আলহাজ্ব রেদওয়ান খান বোরহান।

একই রকম খবর

Leave a Comment