হাইমচরে এনটিভি’র জন্মদিন পালিত

বি এম ইসমাইল : এনটিভি’র ১৫বছর পূর্তি ও ১৬ বছরে পদার্পণ উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য র‌্যালী ও কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন পালিত হয়েছে।

৩ জুলাই মঙ্গলবার দুপুরে চাঁদপুরের হাইমচর উপজেলা অডিটোরিয়ামে হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আলমগীর হোসেনের সভাপতিত্বে ও চ্যানেল এস টেলিভিশনের হাইমচর প্রতিনিধি শাহ আলম মিজির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, বিশেষ অতিথি বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা তথ্য অফিসার মোঃ নুরুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম মীর হোসেন, হাইমচর মহা বিদ্যালয়ের অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লা, হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খুরশিদ আলম,৩নং দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান এম এ বাশার, বাজাপ্তী আর এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মান্নান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আহমেদ দেওয়ান প্রমুখ।

এ সময় এনটিভি’র দর্শক ফোরাম, বিশিষ্টজন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে হাইমচর বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে সেখানে কেক কাঁটা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অণুষ্ঠানে উপস্থিত সকলে এনটিভি’র সাফল্য কামনা করেন। সার্বিক তত্ত্বাবধানে এনটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি হাবিবুর রহমান খান।

একই রকম খবর

Leave a Comment