স্টাফ রিপোর্টার : বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি চাঁদপুর জেলা শাখার ইফতার মাহফিল ও আলোচনা সভায় চাঁদপুরের সিভিল সার্জন(ভারপ্রাপ্ত) ডাঃ শফিকুল ইসলাম ঔষধ ব্যবসায়ীদের উদ্যের্শে করে বলেন, আপনারা মেয়াদ উত্তিন ঔষধ বিক্রি করবেন না। সরকারের নিয়ম নীতি মেনে চলার চেস্টা করবেন। আপনারা যে ঔষধ সেবন করেন না বা আপনার পরিবারের সদস্যদের সেবনের জন্য দেন না সে ঔষধ ভোক্তাদের মাঝে বিক্রি না করার জন্য তিনি অনুরোধ জানান।
তিনি আরো বলেন,ঔষধের সাথে আমাদের জন্ম মৃতুর সম্পর্ক রয়েছে। ঔষধ ব্যবসা হচেছ মানব সেবা করা। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির(বিসিডিএস) কেন্দ্রীয় কমিটির সদস্য মো: জসিম উদ্দিন বলেন,্ঔষধ ব্যবসা হচেছ একটা মানব সেবা করা। তিনি অনুমোদনহীন (আনরেজিষ্টার্ড )ঔষধ না লিখার জন্য চিকিৎসদের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন,ভেজাল,নকল ও মেয়াদ উত্তীর্ন ঔষধ বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান এবং বলেন নকল ভেজালকারীদের আমরা প্রশ্যয় দেইনা। চাঁদপুরে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি চাঁদপুর জেলা শাখার উদ্যেগে আলোচনা সভা, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্টিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর প্রেস ক্লাব ভবনের অডিটরিয়ামে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি চাঁদপুর জেলা শাখার ইফতার মাহফিল অত্যান্ত শান্তি পূর্ন পরিবেশে সম্পন্ন হয়। ইফতার মাহফিলে এ সমিতির সকল পর্যায়ের সদস্যরা ও সুািধজন অত্যান্ত সুন্দর ভাবে ইফতার মাহফিলে অংশ গ্রহন করেন। ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি উপরোক্ত বক্তব্য রাখেন।
এ বি এম নজরুল আমিন সাজুর সভাপতিত্বে ও বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি মোস্তফা রুহুল আনোয়ারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন,ঔষধ প্রশাসন চাঁদপুরের তত্ত¡াবধায়ক মৌসুমি আক্তার,বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি চাঁদপুরের সাবেক সভাপতি মো: আহসানউজ্জামান মন্টু,বাংলাদেশ দোকান মালিক সমিতির চাঁদপুর জেলা শাখার সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী,চাঁদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: মির্জা জাকির,চাঁদপুর বিএম এ সভাপতি ডা: মো: নূরুল হুদা,চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা: আনোয়ারুল আজিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি চাঁদপুর শাখার সহ-সভাপতি মো: হুমায়ুন কবির খান,সাধারন সম্পাদক সুভাষ সাহা,জেরা কমিটির সদস্য মো: নেহাল মজুমদার,তরিকুল ইসলাম,মিজানুর রহমান,আবু ইউসুফ তালুকদার মানিক,মো: মিজানুর রহমান গাজী, হাইমচর –আব্বাছ বেপারী,ফরিদগঞ্জ-শহিদুল্লাহ্ পাটওয়ারী,মতরব-তপন সরকার ও হাজিগঞ্জ -মো:এনামুল হক প্রমুখ।