এফ এন বি চাঁদপুর জেলা কার্যকরি কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ ( এফ এন বি) চাঁদপুর জেলার বার্যিক সাধারণ সভা ১০সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় বাবুরহাট আশিকাটি ব্র্যাক চাঁদপুর আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে মোল¬াকান্দি যুব সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ রেজাকুল হায়দার খোকনকে সভাপতি ও সেভ আওয়ার লাাইফ (সল) এর নির্বাহী পরিচালক মোঃ সেলিম রেজাকে সাধারণ সম্পাদক করে ৯সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন ব্যাুরো বাংলাদেশ এর আঞ্চলিক ব্যাবস্থাপক মোঃ শাহাদাত হোসেন সহ-সভাপতি, ব্র্যাক এর জেলা সমন্বয়কারী মোঃ জিয়াউর রহমান কোষাধ্যক্ষ, নির্বাহী সদস্য যথাক্রমেঃ আশা এর জেলা ম্যানাজার মোঃ আমিনুল ইসলাম, আপ এর নির্বাহী পরিচালক মোঃ ফারুক আহমেদ, সি এস ইডিও এর নির্বাহী পরিচালক মোঃ নুরুল আমিন, এ্যামিটি এর নির্বাহী পরিচালক মোঃ বিল¬াল হোসেন, টি এম এস এস এর আঞ্চলিক ব্যাবস্থাপক সাজ্জাদুর রহমান।

একই রকম খবর