কাউছুল উল রাব্বি ।। বাংলাদেশের এই উন্নয়নের অগ্রযাত্রাকে দাবড়ে রাখা যাবে না, এই উন্নয়নকে আরো তরান্বিত করতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্য, বাস্তবায়নে আবারো নৌকা মার্কায় ভোট চাই।
৩নং কল্যানপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন চাঁদপুর ৩ (সদর ও হাইমচর) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব রেদওয়ান খান বোরহান।
১৯ জুলাই চাঁদপুর সদরের ৩নং কল্যানপুর ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ৩নং কল্যানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও উক্ত ইউনিয়নের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা শাখার সভাপতি, চাঁদপুর ৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব রেদওয়ান খান বোরহান।
৩নং কল্যানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সামসুজ্জামান পাটওয়ারী, ৩নং কল্যানপুর ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি নজরুল ইসলাম নজু, হাইমচর উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মিজানুর রহমান মিজান, মৈশাদী ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির খান, হাইমচর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মাসুদুর রহমান উজ্জল, ৩নং কল্যানপুর ৫নং ওয়ার্ড মেম্বার খোরশেদ আলম খান, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহআলম গাজী প্রমুখ।
এর আগে রেদওয়ান খান বোরহান চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারীর মায়ের কুলখানি অনুষ্ঠাতে অংশগ্রহন করে এবং তিনি চাঁদপুর সদরের দাসাদী বাজারে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকার পক্ষে গনসংযোগ করে।