শাহমাহমুদপুরে এমপি প্রার্থী রেদওয়ান খান বোরহানের উঠান বৈঠক

কাউছুল উল রাব্বি ॥ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে মহমায়া শতরূপ গুচ্ছগ্রামে উঠান বৈঠক ও আলোচনা সভা করেছেন চাঁদপুর ৩ আসন (সদর ও হাইমচর) আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ রেদওয়ান খান বোরহান।  ৮ জুলাই রবিবার বিকাল ৫টায় উক্ত উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক, চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি ও চাঁদপুর ৩ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ রেদওয়ান খান বোরহান। শতরূপ গুচ্ছগ্রামের সভাপতি নুরুল ইসলাম বেপারীর সভাপতিত্বে ও ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুজ্জামান পাটওয়ারীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বেপারী, সহ-সভাপতি আজিজুর রহমান ভুট্ট, ইউনিয়ন যুবলীগ নেতা ফরহাদ হোসেন রানা, ৫নং রামপুর ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগ আমির হোসেন জিল্লু, ৪নং শাহমাহমুদপুর ৭নং ওর্য়াড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সুমন প্রমুখ।

৮ জুলাই সকালে রেদওয়ান খান বোরহান চাঁদপুর সদর ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম এড. তাহের রুশদীর কবর জেয়ারতের মাধ্যমে উক্ত দিনের কর্মসূচী শুরু করে। পরে ৫নং রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম নজরুল ইসলাম পাটওয়ারীর কবর জেয়ারত করে ছোট সুন্দর গ্রাম, চর বাকিলা, মনিহার, আলগী পাঁচ গাও এবং ৪নং শাহমাহমুদপুরের ঘোষের হাট, মিয়ার বাজার, পল্লী বিদ্যুৎ এলাকায় নৌকার পক্ষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনী গন সংযোগ করে রেদওয়ান খান বোরহান।

এসময় আলহাজ¦ রেদওয়ান খান বোরহানের সাথে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুজ্জামান পাটওয়ারী, হাইমচর থানা সেচ্ছাসেবক লীগের সিনিয়ার সভাপতি মিজানুর রহমান, চাঁদপুর পৌর ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের ক্রিড়া সম্পাদক ছিদ্দিকুর রহমান পাটওয়ারী, ১০নং লক্ষিপুর মডেল ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি সফিউল্লাহ খান, ৬নং মৈশাদী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, চাঁসক ছাত্রলীগ নেতা জিসান পাটওয়ারী, রুবেল, হৃদয়, রিয়াদ, জাকির, চাঁদপুর পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের নেতা মো: ফরিদ বেপারী, মো: রাজু বরকন্দাজ প্রমুখ।

একই রকম খবর

Leave a Comment