মতলব উত্তর প্রতিনিধি : জাতীয় শোক দিবস উপলক্ষে গত ১৫ আগস্ট গোপালগঞ্জ টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চাঁদপুর ২ সংসদীয় আসনের (মতলব উত্তর ও
দক্ষিণ উপজেলা) আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী এম ইসফাক আহসান।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর সমাধির পাশে তিনি কিছু সময় নীরবে দাড়িয়ে থাকেন।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এই সময়ে মনোনয়ন প্রত্যাশী এম ইসফাক আহসান এর সাথে মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ নেতা মো. আকতার হোসেন সরকার,আবুল হোসেন পাটোয়ারী, স্বপন চৌধুরী, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক
সহ সভাপতি রিয়াদুল আলমসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।