এম এম নুরুল হক উবি’য়ে পাশের হার ৯৭% : জিপিএ-৫ ১৪ জন

মাসুদ হোসেন : কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীরা সাফল্যজনক ফলাফল অর্জন করেছে।

এবারের এসএসসি পরীক্ষায় মোট ১৩৮ জন পরীক্ষার্থীদের মধ্যে ১৩৫ জন ছাত্র/ছাত্রী উত্তীর্ণ হয়েছে। ফলে পাশের হার দাঁড়িয়েছে ৯৭ শতাংশ। এর মধ্যে ১৪ জন জিপিএ ৫ পেয়েছে, এ পেয়েছে ৪৪ জন, এ- পেয়েছে ২৮ জন, বি পেয়েছে ৩১ জন, সি পেয়েছে ১৮ জন।

১৯৯৭ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে জেএসসি ও এসএসসি পরীক্ষায় বরাবরের মতো এবারও সাফল্যজনক ফলাফল অর্জন করেছে বিদ্যালয়টি। সাফল্য অর্জনকারী ১৪ জন জিপিএ ৫ সহ সকল কৃতি শিক্ষার্থীদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠিাতা সদস্য ও ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মনজুরুল হক শোয়েব ও বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন পাটওয়ারী।

সেই সাথে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষক বৃন্দ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও সর্বোপরি এলাকাবসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা। ভবিষ্যতে আরো ভালো ফলাফল অর্জনের জন্য সকলের সহযোগীতা কামনা করেন তারা।

 

একই রকম খবর