স্টাফ রিপোর্টার ঃ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি মরহুম হোসাইন মুহাম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনা তাৎক্ষণিক চাঁদপুর পৌর জাতীয় পার্টির আয়োজন মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রোরবার বিকেলে শহরের বিপনীবাগ পার্টি হাউসে মিলাদ ও দোয়া পরিচালনা করেন, সদর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক মো. জাকির হোসেন হিরু।
মিলাদ ও দোয়া শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম হোসাইন মুহাম্মদ এরশাদের সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোচনা করা হয়। পৌর জাতীয় পার্টির সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম সিরু মিজির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম খানের পরিচালনা উপস্থিতি ছিলেন, কেন্দ্রিয় জাতীয় পার্টির সদস্য প্রকৌশলী শওকত আখন্দ আলমগীর, জেলা জাতীয় পার্টির নেতা প্রফ্যেসার সফিউল আজম শাহাজাহান, সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাড. মোহাম্মদ মহসীন খান, জাতীয় পার্টি নেতা মো. শাহাজাহান মাতব্বর, জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক আবুল হোসেন দর্জি, কেন্দ্রিয় ছাত্র সমাজের সদস্য মো. নাজমুল গাজী, মো. শরীফ হোসেন পাটওয়ারী, জেলা মহিলা পার্টির সদস্য সচিব ফারিয়া চৌধুরী সেলিনা, পৌর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক (অব) গোলাম সারোয়ার, মো. সেলিম খান, পৌর যুব সংহতির সদস্য সচিব মোজাম্মেল হোসেন মারুফ,
সদর উপজেলা যুব সংহতির সদস্য সচিব হারুন গাজী, ২নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি সেন্তু বেপারী, সহ-সভাপতি আলী মুন্সি, সাগর মিয়া, সাধারণ সম্পাদক সিরু ছৈয়াল, ৩নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মিজান গাজী, সাংগঠনিক সম্পাদক মমিন গাজী, ৪ নং ওয়ার্ড জাতীয় পার্টির নেতা আল আমিন, ৫নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক পেয়ার আহমেদ, ৬নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আবুল হোসেন মিজি, ৭নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, ৮নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি শাহাজাহান গাজী, ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি নুরুজ্জামান কালু, সহ-সভাপতি হেলাল খান, বিটু ছৈয়াল, সদস্য কবির শেখ, হাফেজ ঢালী, ১০নং ওয়ার্ড জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ খা, নতা জসিম মিয়া,
১১ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নাছির গাজী, ১২নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি রেজাউল করিম কালু, সিনিয়র সহ-সভাপতি (অব দারোগা) মুনসুর আলী আখন, ১৩নং ওয়ার্ড জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক কোরবান আলী, প্রচার সম্পাদক রশিদ গাজী, ১৪নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আলহাজ দেলোয়ার হোসেন ঢালী, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক গাজী, ১৫নং ওয়ার্ড জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বাচ্চু মোল্লা, সিনিয়র সহ-সভাপতি ডাক্তার জাহাঙ্গীরসহ আরো অনেকে।
আগামী বুধবার শহরের বিপনীবাগ পার্টি হাউসে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি মরহুম হোসাইন মুহাম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনায় স্মরণ সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য জাতীয় পাটির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ রোববার সকাল ৭ টা ৫৪ মিনিট সম্মেলিত সামরিক হাসপাতালে মৃত্যু বরন করেন (ইন্নালিল্লাহি——–রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৮৯ বছর।
মরহুম হোসাইন মুহাম্মদ এরশাদ এর প্রথম জানাযার নামাজ রোববার বাদ জোহর ঢাকা সেনানিবাসস্থ সেনা কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর দ্বিতীয় জানাযা শেষে মরদেহ কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ১২ থেকে ৩টা পর্যন্ত সর্বসাধারণের দেখার জন্য তাঁকে রাখা হবে। এরপর বাদ আছর বাইতুল মোকাররম জাতীয় মসজিদে তাঁর তৃতীয় জানাযা অনুষ্ঠিত হবে।
কাল মঙ্গলবার সকালে হেলিকপ্টার যোগে সাবেক রাষ্ট্রপতিকে রংপুরে নিয়ে যাওয়া হবে সেখানে সকাল সাড়ে ১০টায় রংপুর ঈদগাহ মাঠে তাঁর শেষ জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে সাবেক রাষ্ট্রপতিকে আবার হেলিকপ্টারযোগে ঢাকায় নিয়ে এসে বাদ জোহর বনানীস্থ সেনা কবরস্থানে দাফন করা হবে।