স্টাফ রির্পোটর : রাবেয়া আফরিন টুশি চাঁদপুর মার্তৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। সোমবার সারাদেশে এক যোগে এসএসসি ও সমমানের পরিক্ষার ফল প্রকাশ হয়।
ফল প্রকাশের পর তার পরিবারের মাঝ আনন্দ বইতে থাকে। রাবেয়া আফরিন টুশি চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউপি চেয়ারম্যান, সাহতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী এবং ১৯ নং হাপানীয়া রুশদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা আক্তারের একমাত্র মেয়ে।
রাবেয়া আফরিন টুশির বড় ভাই মোঃ সাজ্জাদ হোসেন লিখন ময়নামতি মেডিক্যাল কলেজে ৪র্থ বছরের ছাত্র, মেজো ভাই সাফওয়ান আহম্মেদ সিয়াম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যায়ন রত। রাবেয়া আফরিন টুশি ৫ম শ্রেনীতে সাধারন গ্রেটে বৃত্তি লাভ করেছে।
রাবেয়া আফরিন টুশি ভবিষৎতে সরকারি উচ্চ প্রদস্থ কর্মকর্তা হওয়ার ইচ্ছা পোষন করেছে। তার আগামীর পথচলা সুন্দর ও ভবিষৎতের আশা পূরনের সবার কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া ছেয়েছেন।