ওচমান গণি পাটওয়ারী চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন।

গতকাল ১২সেপ্টেম্বর (সোমবার) ওচমান গণি পাটওয়ারী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর স্থানীয় সরকার বিভাগের সচিব এর নিকট স্বেচ্ছায় পদত্যাগ পত্র দাখিল করেন।

পদত্যাগ পত্রে তিনি বলেন, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আমি চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষন করছি।

তিনি চিঠিতে আরো উল্লেখ করেন, স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখার ৪ সেপ্টেম্বর-২০২২ তারিখের চিঠি ও জেলা পরিষদ আইন , ২০০০এর ধারা ৬(২) (চ) অনুযায়ী আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ গ্রহনের জন্য আমি স্বেচ্ছায় ও স্বজ্ঞানে কারো প্ররোচনায় না পড়ে চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক পদ হতে ১ সেপ্টেম্বর -২০২২তারিখে পদত্যাগ করিলাম।

নির্ভরযোগ্যসূত্রে জানা গেছে,চাঁদপুর জেলা নির্বাচন অফিস থেকে চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন । এখন যে কোনদিন মনোনয়নপত্র দাখিল করবেন । এটা অনেকটা চুড়ান্ত ।যদিও তিনি গতকাল দৈনিক চাঁদপুর খবরকে বলেন,সহসাই সাংবাদিকদের বিফ্রিং করে নির্বাচনের বিষয়টি পরিস্কার করবেন ।

একই রকম খবর