স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের পুরানবাজার ওসমানিয়া ফাজিল মাদ্রাসায় কামিল পাঠদানের অনুমোদন প্রদান করেছে ইসলামি আরবি বিশ^বিদ্যালয়।
ওসমানিয়া ফাজিল মাদ্রাসায় কামিল পাঠদানের অনুমোদন পাওয়ায় মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ¦ মাওলানা তাজুল ইসলাম মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি এমপি মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সাথে ইসলামি আরবি বিশ^বিদ্যালয় কতৃপক্ষকেও ধন্যবাদ জানিয়েছেন অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম।
ওসমানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের আবেদনের প্রেক্ষিতে বিশ^বিদ্যালয়ের অধিভুক্ত সংক্রান্ত অর্ডিন্যান্সের ক. ৫ (৫.৩) ধারা মোতাবেক গঠিত পরিদর্শন কমিটির দাখিলকৃত প্রতিবেদনের সুপারিশের আলোকে অধিভুক্ত সংক্রান্ত ক. ৫ (৫.৪) ধারা মোতাবেক উপচার্য মহোদয়ের অনুমতি সাপেক্ষে ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের নিয়মাবলি সম্বলিত ২৩ নভেম্বর ২০২১ থেকে ২২ নভেম্বর ২০২৫ ইং তারিখ পর্যন্ত ৪ বছর মেয়াদী ওসমানিয়া ফাজিল মাদ্রাসায় কামিল পাঠদানের অনুমোদন প্রদান করা হয়েছে।
এ সংক্রান্ত গত ২৩ নভেম্বর তারিখের ২০২০/৯৮৬১ স্মারকে ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের সহকারি পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) ড. জাবেদ আহমাদ স্বাক্ষরিত একটি আদেশ কপি মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ¦ মাওলানা তাজুল ইসলাম বরাবর পাঠানো হয়েছে। উল্লেখ্য চাঁদপুর শহরের মধ্যে ওসমানিয়া ফাজিল মাদ্রাসায়ই প্রথম কামিল পাঠ দানের অনুমোদন দেওয়া হয়েছে।