স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর জেলার কচুয়া উপজেলার হতদরিদ্র লোকের জন্য ১০ টাকা কেজি মূল্য বিক্রিয়ের ১৮০ কেজি চাউল ডিলার মোঃ দিদারুল আলম কালোবাজারে বিক্রির ঘটনায় দায়েরকৃত মামলাটি চাঁদপুর পিবিআইকে (কচুয়া থানা মামলা নং ১২ তাং ১৯/৪/২০১৭)পুনঃতদন্তের নির্দেশ দিয়েছে চাঁদপুর জেলা দায়রা জজ আদালত । বিগত ৬/৩/২০১৮ ইং তারিখ জেলা ও দায়রা জজ আদালত এ নির্দেশ দেন । এ বিষয়ে গতকাল সোমবার ( ১১জুন ) রাতে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার পক্ষ থেকে চাঁদপুর পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস এর সাথে যোগাযোগ করলে তিনি জানান,এ মামলাটি পুনঃতদন্তের জন্য জেলা জজ আদালত থেকে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে । আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি । প্রাথমিকভাবে তদন্ত করছি । বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখবো । জানা গেছে,ইতিপৃর্বে এ মামলাটি কচুয়া থানা পুলিশ ফাইনাল রিপোট দিয়েছে । যদিও পুলিশের তৎকালীন তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছিলো । কারণ মামলা এজহার করেছে তৎকালীন কচুয়া থানার পুলিশের এসআই মোঃরফিকুল ইসলাম ।ঘটনার সময় ডিলার মোঃ দিদারুল আলম হতদরিদ্র লোকের চাউল কালোবাজারে বিক্রির জন্য জনৈক মোঃবাবুলের মুদি দোকানে মজুদ করে বেশীদামে বিক্রির সময় উক্ত চাউল জব্দ করা হয় । তৎকালীন পুলিশ ঘটনাস্থ থেকে দোকানদার বাবুলকে আটক করে আদালতে পাঠায় । কিন্তু মামলায় তথ্যগত ভুল হয়েছে মর্মে মামলাটি পরবর্তীতে কচুয়া পুলিশ ফাইনাল রিপোর্ট দেয় । পরে ক্ষনে আদালত ফাইনাল রিপোটের উপর নারাজি দেওয়া হয় এবং আদালত কচুয়া থানার ফাইনাল রিপোট সন্তুষ্ট না হয়ে গুরুত্বপুর্ন এ আলোচিত মামলাটি পুনঃতদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব প্রদান করেন ।এ ব্যাপারে কচুয়া থানার বক্তব্য পাওয়া যায়নি ।তবে বিশ্বস্তসূত্রে জানা গেছে,বিশেষ সুবিধা নিয়ে কচুয়া থানা পুলিশ এ গুরুত্বপুর্ন মামলাটি ফাইনাল রিপোর্ট দেয় । যা নিয়ে বির্তক সৃষ্টি হয়েছে ।
কচুয়ার চাউল কালোবাজারে বিক্রির মামলা পুনঃতদন্তের নির্দেশ
