ইসমাইল হোসেন বিপ্লব,কচুয়া ॥ চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. সোহেল রুশদী’র বাবা চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহ মাহমুদপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাড.তাহের রুশদী’র মৃত্যুতে কচুয়া উপজেলার মনপুরা হাজীবলি মাহমুদ বায়তুল আমান জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা ওই মসজিদে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার কচুয়া প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন বিপ্লবের সার্বিক ব্যবস্থাপনায় ও উদ্যোগে এ দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।
এসময় দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. সোহেল রুশদী’র বাবা চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহ মাহমুদপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাড.তাহের রুশদী’র আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাাজাত পরিচালনা করেন পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক মাওলানা মোঃ আবু জাফর। পরে উপস্থিত প্রায় ৩ শতাধিক মুসল্লিদের মাঝে মিষ্টি(তাবারক) বিতরণ করা হয়।