কচুয়ায় আপন ভাতিজার চুরিকাঘাতে চাচা খুন

ইসমাইল হোসেন বিপ্লব কচুয়াঃ কচুয়ায় ভাতিজার ছুরিকাঘাতে আপন চাচা ওমর ফারুক (৩২) নিহত হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে ঢাকা হৃদরোগ হাসপাতালে মারা যান তিনি।

এর আগে শুক্রবার দুপুরে উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের সহদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক একই গ্রামের আফিজ উদ্দিনের ছেলে।

সরেজমিনে জানা যায়, সহদেবপুর গ্রামের নবীর হোসেনের ছেলে শরীফ হোসেন গত দেড় মাস আগে পারিবারিক ভাবে বিবাহ করে। শুক্রবার দুপুরে শরীফ তার স্ত্রীকে মারধরের বিষয়ে তার বাবা নবীর হোসেন তাকে ডাক দিলে শরীফ তার বাবার গালে স্ব-জোরে তাপ্পর মারে এতে তার বাবার নাক ও মুখ দিয়ে রক্ত জখম হতে থাকে।

ভাইয়ের এ অবস্থা দেখে শরীফের চাচা এগিয়ে এসে বাধা দিলে শরীফ তার চাচা ওমর ফারুককে তার হাতে থাকা ছুরি দিয়ে আঘাত করে। এতে ফারুক গুরুতর আহত হয়। আহতাবস্তায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কচুয়া সদর হাসপাতাল পরে ঢাকা হৃদরোগ হাসপাতালে নেয়া হয়। পরদিন শনিবার বেলা ১১ টার দিকে ফারুক মারা যান।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, পারিবারিক কলহের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হয়। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আসামি শরীফ পলাতক রয়েছে। এই ঘটনায় নিহত পরিবারের পক্ষ থেকে মামলা দেওয়ার জন্য প্রস্তুতি চলছে।

 

একই রকম খবর