কচুয়ায় উপ-মহাদেশের অন্যতম বৃহৎ রথযাত্রা

স্টাফ রিপোর্টার : চাদঁপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার জগন্নাথ ধাম অঙ্গনে ভারত উপ-মহাদেশের অন্যতম বৃহৎ শ্রী শ্রী জগন্নাথ দেবের ১৫২ তম রথযাত্রার আজ ৪ঠা জুলাই বৃহস্পতিবার বিকেলে উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহ ব্যাপী এ রথ যাত্রার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।

হিন্দু সম্প্রদায়ের প্রাণের উৎসব এই রথ যাত্রাকে ঘিরে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের মাঝে ব্যাপক প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আয়োজন কমিটির পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। ধর্মীয় উৎসব উপলক্ষে বাংলাদেশসহ পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বহু ভক্ত সাচার এলাকায় এসে ভীড় জমিয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপন করছেন সাচার জগন্নাথ ধাম ও সাংস্কৃতিক সংঘ, বিকেল ৪টায় পূজা-অর্চনা ও অর্ঘ্য দিয়ে টেনে লক্ষ লক্ষ ভক্তের উপস্থিতিতে ১ম রথের শুভ উদ্বোধন করেন সুজিত রায় নন্দী।

এসময় উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে সুজিত রায় নন্দী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্লোগান ধর্ম যার যার উৎসব সবার আজ সারা বাংলাদেশে তা বাস্তবায়িত, এটার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে কচুয়ার এই জগন্নাথ ধাম রথযাত্রা। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার উপস্থিতি তাই প্রমাণ করছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে সম্প্রীতি অসাম্প্রদায়িকতার রোল মডেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ আইযুুব আলী পাটওয়ারী। জনাব জি এম আতিক সহসভাপতি কচুয়া উপজেলা আওয়ামী লীগ ও সভাপতি শাহবাগ থানা আওয়ামী লীগ। জনাব সোহরাব হোসেন সোহেল সাধারণ সম্পাদক কচুয়া উপজেলা আওয়ামী লীগ। জনাবা নিলিমা আফরোজ উপজেলা নির্বাহী অফিসার। শাহজাহান শিশির চেয়ারম্যান কচুয়া উপজেলা পরিষদ। সুলতানা খানম ভাইস চেয়ারম্যান কচুয়া উপজেলা পরিষদ জনাব নাজমুল আলম স্বপন মেয়র কচুয়া পৌরসভা, প্রান ধন দেব সভাপতি কচুয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, জনাব ফনি ভূষণ মজুমদার তাপু সভাপতি কচুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ। জনাব ওসমান গনি মোল্লা চেয়ারম্যান সাচার ইউনিয়ন পরিষদ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন মিল্লাত আলী তালুকদার সভাপতি সাচার ইউনিয়ন আওয়ামী লীগ সহ স্থানীয় আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার ১ম রথযাত্রার শুভযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে শুরু হয়ে পরের বৃহস্পতিবার ২য় উল্টা রথযাত্রায় রথ টানার মাধ্যমে এর সমাপ্তি হবে।

একই রকম খবর