কচুয়ায় ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে স্বামী- স্ত্রী নিহত

ইসমাইল হোসেন বিপ্লব কচুয়া ॥ চাঁদপুরের কচুয়ায় ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে স্বামী ওয়াজউদ্দীন (৩০) ও ৮ মাসের অন্তঃসত্তা স্ত্রী সাবিকুন্নাহার (২৪) নিহত হয়েছে। গতকাল শনিবার বিকেলে কচুয়া-গৌরিপুর সড়কের কচুয়া উপজেলার সাচারের হাটমুড়া মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ভাই রবিউল্ল্যাহ ও ছফিউল্ল্যাহ জানান, নিহতের বাড়ি উপজেলার বারৈয়ারা মোল্লা বাড়ি। আমরা চার ভাই তিন বোনের মধ্যে ওয়াজউদ্দীন প্রথম। গত বছর প্রবাস থেকে ফিরে বারৈয়ারা উত্তর পাড়া নজরুল ইসলামের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ঘটনার দিন সাচার থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ঘাতক ট্রাক আমার ভাই ভাবীর প্রাণ কেড়ে নেয় । আমার ভাবী ৮মাসের অন্তঃসত্তা ছিলো বলেই তারা কান্নায় ভেঙ্গে পড়ে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম খলিল ও সাচার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনোয়ার হোসেন জানান, ওয়াজউদ্দীন তার স্ত্রী সহ সিএনজি যোগে সাচার থেকে বারৈয়ারা যাওয়ার পথে ঢাকা থেকে কচুয়াগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ওয়াজউদ্দীন ও সাবিকুন্নাহারের মৃত্যু হয়।

একই রকম খবর