ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া : চাঁদপুর-১ কচুয়া আসনে একাদশ সংসদ নির্বাচনে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পুনরায় নৌকার মাঝি হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর।
নৌকা প্রতীকে একক ভাবে মনোনিত হওয়ার পর তিনি শনিবার সকালে তাঁর নির্বাচনী এলাকায় পৌঁছলে কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের বিভিন্ন স্থানে নেতাকর্মীরা তাঁকে উষ্ণ ফুলেল শুভেচ্ছা ও অভিবাদন জানান।
এসময় নেতাকর্মীদের তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানান। সাচার বাজারে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভূইয়ার নেতৃত্বে নেতাকর্মীরা, বাতাপুকুরিয়া মোড়ে উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে, শিমুলতলী ও উত্তর পালাখাল মোড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা, পালাখাল কলেজ গেইট, বাচাইয়া, কচুয়া, ঘাগড়া, রহিমানগরসহ ব্যাপক স্থানে নেতাকর্মীরা উষ্ণ শুভেচ্ছা জানান।
এসময় নেতকর্মীদের উদ্দেশ্যে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেন, নৌকার বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার হাত ধরে কচুয়ায় ব্যাপক উন্নয়ন করা হয়েছে। আর এই উন্নয়নের কারণেই আগামীতে উপজেলাবাসী আবারো নৌকা মার্কায় ভোট দিবেন।