কচুয়ায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত ॥ দু’ পুলিশ কর্মকর্তা আহত

 

ইসমাইল হোসেন বিপ্লব কচুয়া (চাঁদপুর) থেকে ॥ চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কচুয়া থানা পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে বাবলু (৪০) নামে পাঁচ মাদক মামলার অন্যতম আসামী ও শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় কচুয়া থানা পুলিশের দু’পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। আহতরা হচ্ছে এসআই মো. মোবারক হোসেন ও এএসআই মো. আক্তার হোসেন।
শুক্রবার রাত ৩টার দিকে উপজেলার ১১নং গোহট দক্ষিন ইউনিয়নের বলরাা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত বাবলু ওই গ্রামের সুলতান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে কচুয়া থানায় ৫টি মাদক মামলা রয়েছে। তার বাড়ী থেকে পুলিশ ১শ’ ২০ পিচ ইয়াবা ট্যাবলেট,৭টি ককলেট (বিস্ফোরন) ও ২টি রাম দা উদ্ধার করে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহবুবুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ও কচুয়া থানা পুলিশ বাবলুর বাড়িতে যৌথ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশ লক্ষ্য করে গুলি ছুড়ে ওই মাদক বিক্রেতা। পুলিশও পাল্টা গুলি ছুড়লে গুলি বিনিময়ের এক পর্যায়ে বাবলু গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। এঘটনায় কচুয়া থানায় মামলা দায়ের হয়েছে।

একই রকম খবর

Leave a Comment