কচুয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

ইসমাইল হোসেন বিপ্লব,কচুয়া : কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি সাবেক বানিজ্য প্রতিমন্ত্রী বরকত উল্লা বুলু বলেছেন, কারচুপির কোন নির্বাচন বাংলাদেশের জনগন আর মেনে নেবে না।

নির্বাচন হতে হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। বর্তমান আওয়ামী লীগ সরকার দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, তাদের নেতারা লুটপাট করে নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত বিধায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। তাই বাংলার জনগন দুর্নীতিবাজ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসলে শেখ হাসিনার সরকার পালানোর সুযোগ পাবে না। শুক্রবার বিকেলে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, খুন, গুম ও নির্যাতনের প্রতিবাদে কচুয়া উপজেলার সদর দক্ষিণ ইউনিয়নের ঘাগড়া চৌরাস্তা মোড়ে কচুয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন ।

‘ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. হুমায়ুন কবির প্রধানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট মকবুল হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় টিমের সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ব্যাংক ও বীমা বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য লায়ন হারুন অর রশীদ, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারন সম্পাদক অ্যাড. ছলিম উল্লাহ সেলিম, সাবেক যুগ্ম আহবায়ক মুনির চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহজালাল প্রধান, নাছির আহমেদ মিলন বিএসসি, মিজানুর রহমান পাঠান, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ সেলিম, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মো. হাবিব উল্লাহ হাবিব, সাংগঠনিক সম্পাদক আমান উল্ল্যাহ, উপজেলা তাতী দলের সভাপতি মফিজুল ইসলাম মধু, উপজেলা যুবদলের আহবায়ক মহিউদ্দিন মজুমদার, সদস্য সচিব মাসুদ প্রধান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সিরাজ, ছাত্র দলের আহবায়ক কমরুল হাসান প্রমূখ।

এসময় কচুয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ৫সহস্রাধিক নেতাকর্মী সমাবেশে অংশগ্রহণ করেন।

একই রকম খবর