কচুয়ায় বিদ্যুৎপৃষ্ঠে আনোয়ার নামের এক যুবকের মৃত্যু

ইসমাইল হোসেন বিপ্লব কচুয়াঃ কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন নামের ২৮ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যায় পালাখাল মডেল ইউনিয়নের মেঘদাইর মাদ্রাসার দক্ষিণ পাশে একটি কনফেকশনারী দোকানে এ ঘটনা ঘটে। বিষয়টি নিহতের ভাই ইকবাল হোসেন নিশ্চিত করেছেন

নিহত আনোয়ার হোসেনের মেঘদাইর মাদ্রাসার দক্ষিণ পাশে একটি ভ্যারাইটিজ ষ্টোর ছিল । সে ওই গ্রামের আব্দুল বারেকের ছেলে।

জানা যায়, শনিবার মাগরিবের নামাজের পরে মেঘদাইর মাদ্রাসার দক্ষিণ পাশে দোকানে ফ্রীজে বৈদ্যুতিক সংযোগ দেয়ার সময় তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতরভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

নিহত আনোয়ার হোসেনের দুটি পুত্র সন্তান রয়েছে। এমন আকস্মিক মৃত্যুর সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একই রকম খবর