স্টাফ রিপোর্টার : চাঁদপুর কচুয়া উপজেলার চাঁনপাড়া গ্রামে মঙ্গলবার (৭ আগস্ট) সন্ধ্যায় ভিমরুলের হুলে মিরাজ হোসেন (৮) নামের এক শিশু নিহত হয়েছে ও মেহেদী হাসান (১২)সহ দু’জন মারাত্মক আহত হয়েছে।
আহতদের বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, উপজেলার চাঁনপাড়া গ্রামের ইলিয়াছ মিয়ার ছেলে মিরাজ হোসেন ও পাশ্ববর্তী সাচার গ্রামের আলী আকবর ও স্কুল শিক্ষিকা মায়ানুর আক্তার বকুলের ছেলে স্কুল ছাত্র মো. মেহেদী হাসান মঙ্গলবার ( ৭ আগস্ট) সন্ধ্যার আগে নৌকা যুগে খেলার এক পর্যায়ে চাঁনপাড়া গ্রামে একটি বাগানের কাছে ভিমরুলের বাসায় অসাবধান বসত নৌকার লগি লাড়া পড়লে সংবদ্ধ ভিমরুল উত্তেজিত হয়ে তাদের হুলে মারাত্মক ভাবে আহত করে।
পরে এক পর্যায়ে তাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে রাতে মিরাজ মারা যায় এবং অপর দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।