কচুয়ায় মাদক, জঙ্গীবাদ ও বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা সভা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া : চাঁদপুরের কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মো. আব্দুস সামাদের সার্বিক আয়োজনে স্থানীয় মসজিদের ইমাম, খতিব, কাজী, ব্যবসায়ী, স্কুল-মাদ্রাসার শিক্ষক ও সুশীল সমাজের লোকদের নিয়ে আইন শৃংখলা বিষয়ক মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, চুরি-ডাকাতি প্রতিরোধের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে তুলপাই ইউপি কার্যালয়ে ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সামাদ আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) কচুয়া সার্কেল, মো. শেখ রাসেল।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাদক, বাল্য বিয়ে একটি সামাজিক অপরাধ। মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা পেতে অভিভাবকদের সচেতন হতে হবে। বিশেষ করে মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের গ্রেফতারে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন।

তিনি আরো বলেন, মাদক ব্যবসায়ীরা যতবড় শক্তিশালী হোক, তার চেয়ে আইন বেশী শক্তিশালী। সমাজে শান্তি, শৃংখলা বজায় রাখতে নিজে সচেতন হোন, অন্যকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে সহযোগীতা করুন। তাহলে মাদক মুক্ত সমাজ গড়া ও সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এসময় তিনি ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুস সামাদ ও তার পরিষদের সকল মেম্বারদের ধন্যবাদ জানিয়ে এ সকল ভালো কাজ চলমান রাখার আহবান জানান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া থানার ওসি মো. ওয়ালী উল্লাহ অলি, সেকেন্ড অফিসার মো. আল আমিন, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মো. বিল্লাল হোসেন পাটওয়ারী, কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু, ইউপি সদস্য মো.আব্দুর রশিদ প্রধান,তুইপাই দারাশাহী বাজার কমিটির সভাপতি মো. শরীফুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন, প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মো. আলাউদ্দিন।

পরে তুলপাই দারাশাহী বাজারে এএসপি কচুয়া সার্কেল মো. শেখ রাসেলের নেতৃত্বে ‘মাদককে না বলি’ এ শ্লোগানে সাধারন মানুষকে সচেতন করার লক্ষে পথসভা ও বিশাল র‌্যালী বের করা হয়। এ সময় ইউপি সদস্যবৃন্দ, বাজার ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক,ইমাম ও এলাকার বিভিন্ন শ্রের্নী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

একই রকম খবর

Leave a Comment