ইসমাইল হোসেন বিপ্লব,কচুয়া : চাঁদপুরের কচুয়া প্রশাসনের আয়োজনে মাদক, ধর্ষন, যৌন হয়রানি, বিদ্যুৎপৃষ্ট ও পানিতে ডুবে প্রতিরোধে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনয়াতনে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা সহকারী (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার রুমন দে সভাপতিত্বে ও উপজেরা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবু সনতোষ চন্দ্র সেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, কচুয়া থানার (ওসি) ওয়ালি উল্লাহ অলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইদুর রহমান, ডিজিএম মোঃ জাকির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মবিন, ডেপুটি কমান্ডার মোঃ জাবের মিয়া, সাচার ইউপি চেয়ারম্যান মোঃ ওচমান গনি মোল্লা, গোহট ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হাই,
কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ রাকিব হাসান, গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শহিদ উল্লাহ পাটওয়ারী, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ তাজুল ইসলাম, নিশ্চিন্তপুর ইসলামিয়া ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ এএসএম ফখরুদ্দিন প্রমুখ।
এসময় উপজেলা বিভিন্ন অধিদপ্তর কর্মকর্তা কলেজ, মাদ্রাসা, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।