কচুয়া প্রতিনিধি : কচুয়ায় একটি বসতঘরে সিঁধ কেটে দূর্ধুর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার মধ্যরাতে উপজেলার মেঘদাইর পশ্চিম পাড়া মৃত. আলী আশর্^াদের ছেলে জহিরুল ইসলামের গৃহে এ চুরির ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, শুক্রবার মধ্যরাতে একদল অজ্ঞাত চোর প্রথমে গৃহের পশ্চিম পাশে সিঁধ কেটে প্রবেশ করতে না পেড়ে পরে পূর্ব পাশে সিঁধ কেটে গৃহে প্রবেশ করে গৃহে থাকা নগদ ৭৫ হাজার টাকা, ১ জোড়া কানের দুল, ১টি চেইন, ২টি দামি মোবাইল ফোন সহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
জহিরুল ইসলামের স্ত্রী সুমি আক্তার জানান, আমার বাচ্চার ঘুম আসেনা দেখে রাত ১২ টা সজাগ থাকতে হয়। তখনও দেখছি মোবাইলসহ সব ঠিকঠাক আছে। কিন্তু রাত আড়াই টার দিকে আমার বাচ্চা ঘুম থেকে উঠে কান্না করতে থাকে পরে আমি উঠে দেখি আমার মোবাইল নেই। পরে এদিক সেদিক খুঁজে দেখি মোবাইল নেই। আমি আমাদের উত্তর পাশের রুমে গিয়ে দেখি দরজা খোলা। আমাদের স্টীলের আলমিরা চুকেজ খোলে আমার সব নিয়ে গেছে।
জহিরুল ইসলাম বলেন, ঘরে থাকা নগদ ৭৫ হাজার টাকাসহ ১ জোড়া কানের দুল, ১টি চেইন, ২টি দামি মোবাইল ফোনসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় চোরের দল। এখন আমি নিরুপায় হয়ে আছি।
ইউপি সদস্য গিয়াস উদ্দিন মোল্লা বলেন, চুরির ঘটনার খবর শুনে আমি সেখানে গিয়ে দেখে এসেছি। আমি তাদের আইনগত সহায়তা নেয়ার পরামর্শ দিয়েছি।
এ ঘটনায় কচুয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে জহিরুল ইসলামের গৃহে চুরির ঘটনায় জড়িতদের খুজেঁ বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।