ইসমাইল হোসেন বিপ্লব কচুয়াঃ কচুয়ায় গাঁজাসহ সোহেল প্রকাশ ও মো. শুভ নামের দুই মাদক কারবারীকে আটক করেছে কচুয়া থানা পুলিশ।
সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে এসআই দেলোয়ার হোসেন রাজিব সঙ্গীয় ফোর্স নিয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের খাজুরিয়া এলাকায় চেকপোস্ট চলাকালীন সিএনজিতে তল্লাশি করে ১০ কেজি গাঁজাসহ তাদের আটক করেন।
আটককৃত সোহেল প্রকাশ শুক্কুর আলী চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দশপাড়া গ্রামের ইউনুছ মিয়ার ছেলে ও ঢাকার কদমতলী থানার রায়েরবাগ এলাকার ইব্রাহিম মিয়ার মো. শুভ ।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।