কচুয়া সংবাদদাতা : কচুয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভাকে ঘিরে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীর কর্মী সমর্থকরা আধিপাত্য বিস্তারে মিছিল শোডাউন করে। মিছিল শোডাউন সময়ে তারা বিবাদে জড়িয়ে পড়ে।
এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ভাংচুর ও মারধরের ঘটনা ঘটে।
প্রতিপক্ষের হামলায় কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলমের অফিস ভাঙচুর,মারধর ও মোটরসাইকেল ভাঙচুর হয়-এমনি অভিযোগে উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম মঙ্গলবার কচুয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।