চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলার কচুয়া থানা পুলিশ কর্তৃক ৫হাজার ২শত ইয়াবাসহ ১জনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল ১২সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় কচুয়া থানায় এস.আই (নিঃ) মোঃ শহীদুল হাসান ও সঙ্গয়ীয় এএসআই অসীম কুমার রায় এবং সঙ্গীয় ফোর্সসহ কচুয়া থানাধীন ১২নং আশ্রাফপুর ইউনিয়নের খাজুরিয়া নামক স্থানে কুমিল্লা-টু-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে ছাত্রী ছাউনীর সামনে রাস্তার উপর চেকপোষ্ট ডিউটি করাকালীন বোগদাদ বাস তল্লাশি করে আসামী মোঃ আলী( ৩৫), পিতা-মৃত সিরাজুল হক, মাতা-সানজিদা বেগম, সাং-বাটঘর মাইজপাড়া, থানা-পতেঙ্গা, জেলা-চট্রগ্রাম কে আটক করে।
এসময় মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৫হাজার ২শত পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।