কচুয়া সংবাদদাতা : কচুয়ার উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের লষ্করি-দোয়াটি গ্রামের মধ্যঅঞ্চলের মাছের খামার থেকে সদ্য দেশে ফেরত প্রবাসী রিপন সরকার (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় ৮দিনেও তার হত্যার রহস্য উদঘাটন হয়নি।
নিহত যুবক প্রবাসী রিপন সরকার উপজেলার দোয়াটি গ্রামের সাধু বাড়ির নিরীহ সহদেব সরকারের পুত্র।
গত সোমবার সকালে দোয়াটি-লস্করী এলাকার আব্দুল মালেকের খামারের পাড়ে রিপনের মৃতদেহ দেখতে পেয়ে কচুয়া থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে সুরতাহাল রিপোর্ট তৈরি করে চাঁদপুরের মর্গে প্রেরন করে।
নিহতের ভাই তাপস সরকার বলেন, ঘটনার ১০দিন পূর্বে আমার ভাই রিপন সরকার দুবাই থেকে দেশে ফিরেন। তার বিয়ের জন্য বিভিন্ন স্থানে পাত্রী দেখা চলছিল। গত রবিবার দুুপুরে ঘর থেকে বের হয়ে রাতে ফিরে না আসায় সকালে তার লাশ দেখতে পাই।
তিনি আরো বলেন, আমার ভাইয়ের পেটে ও চোখে কোপের চিহ্ন থাকায় মৃত্যু রহস্যজনক। ধারনা করছি যে কেউ আমার ভাইকে পরিকল্পিত ভাবে হত্যা করে ওই স্থানে লাশ ফেলে রাখে। আমি আমার ভাইয়ের হত্যার রহস্য উদঘাটনে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। পোস্টমার্ডেম রিপোর্ট অনুসারে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।