স্টাফ রিপোর্টার : চাঁদপুরের কচুয়া থানার ওসি মোঃ ওয়ালী উল্লাহ (অলি) বলেছেন, ছেলে ধরা গুজুবে কেউ কান দিবেন না। অপরিচিত কোন মানুষকে সন্দেহ হলে পুলিশকে অবহিত করুন।কোনভাবেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়ে আইন হাতে তুলে নেওয়া যাবেনা।
২২ জুলাই সোমবার জেলা তথ্য অধিদপ্তর কতৃক আয়োজিত কচুয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে জনসচেনতামূলক এক সভায় প্রধান অতিথি কচুয়া থানার ওসি মোঃ ওয়ালী উল্লাহ (অলি) বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, দেশে মৌলবাদ, জঙ্গীবাদ, মাদক, বাল্য বিবাহ, ইভটেজিং প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। ১টি চক্র দেশের আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে উঠেপরে লেগেছে।তাদেরকে সকলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করে সোনার বাংলা বিনির্মাণে কাজ করতে হবে। এ সময় স্কুলের প্রধান শিক্ষক, কচুয়া প্রেসক্লাব সভাপতি, তথ্য অফিসার সহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।