স্টাফ রিপোর্টার : ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের একটি কক্ষে অনৈতিক কাজে লিপ্তরত অবস্থায় কপোত-কপোতিকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোর্পদ করেছে।
সোমবার তাদেরকে চাঁদপুর আদালতে প্রেরন করা হয়েছে। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে রোববার এ ঘটনা ঘটে। পুলিশ রোববার রাতে মামলা দায়েরের পর সোমবার সকালে উভয়কে আদালতে প্রেরণ করে। আটককৃতরা হলো হাইমচর উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামের আঃ সাত্তার গাজীর ছেলে রুবেল (২৩) ও একই গ্রামের মো: সুমনের স্ত্রী ফাতেমা আক্তার শ্যামলী(১৯)।
স্থানীয় লোকজন জানায়, রোববার বিকেলে স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দোতলার একটি কক্ষে এই কপোত-কপোতি দীর্ঘক্ষণ অবস্থায় করায় আশে পাশের লোকজনের সন্দেহ হয়।
পরে তারা একত্রিত হয়ে ওই কক্ষ থেকে অনৈতিক কাজে লিপ্তরত অবস্থায় তাদেরকে আটক করে। পরে পুলিশের কাছে সোর্পদ করে। রাতে পুলিশের এস আই মমিন বাদী হয়ে মামলা দায়েরের পর সোমবার তাদেরকে আদালতে সোর্পদ করে