স্টাফ রিপোর্টার : চাঁদপুর কমিউনিটি পুলিশিং অঞ্চল-৬-এর প্রতিবাদ সভা শুক্রবার (৩১ আগস্ট) ব্যাংক কলোনী মডেল শিশু একাডেমিতে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে।
সভায় এলাকার বহু লোক উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ ওমর ফারুক। সভায় গত ২৬ আগস্ট কমিউনিটি পুলিশ অঞ্চল-৬ এর সভাপতি অধ্যাপক মোহাম্মদ হোসেন খান এর বাসায় দুর্ধর্ষ ডাকাতি হওয়ায় এলাকাবাসি গভীর ক্ষোভ প্রকাশ করে।
পুলিশ ও কমিউনিটি পুলিশ সক্রিয় থাকলে এ ধরণের ঘটনা ঘটতো না বলে স্থানীয় জনগণ অভিযোগ করেন।
ব্যাংক কলোনীতে যাতায়াতে অসুবিধা থাকায় পুলিশকে টহল দিতে দেখা যায় না। প্রায় এক সপ্তাহ পার হলেও ডাকাতদের গ্রেফতার করা হয় নাই। সন্দেহজনকভাবে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ বিভাগের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঘটনাটি পর্যবেক্ষণ করছেন।
সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ হোসেন খান, ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মালেক বেপারী, এ এস এম সফিকুর রহমান, শামীম আহমেদ, জয়নাল আবেদীন, আবু বক্কর ছিদ্দিক মিজি, নূর হোসেন নূরু, নূরে আলম রনি, তাজুল ইসলাম, বেনজীর আহমেদ, ফারুক আহমেদ, মাওঃ আব্দুর রহমান গাজী প্রমুখ।
সভায় বক্তাগণ অভিলম্বে ডাকাতদের গ্রেফতারের জোর দাবি জানায়। সভায় ব্যাংক কলোনীর বিভিন্ন সমস্যাও তুলে ধরা হয়। ব্যাংক কলোনীতে একজন পুলিশ কর্মকর্তাকে সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেয়ার জন্য অনুরোধ করা হয়। এখানে কমিউনিটি পুলিশের কার্যক্রম জোরদার করতে হবে। ব্যাংক কলোনীর রাস্তা ও ড্রেনের ব্লক ভেঙ্গে যাওয়ায় যাতায়াত ব্যহত হচ্ছে। বার বার এ বিষয়ে পৌরসভায় অভিযোগ করলেও কোন ফল হয় নাই। এই ধরনের আরো ৭/৮টি ঘটনা এখানে ঘটেছে। কোনটির কোন প্রতিকার হয় নাই। এখানকার জনগণ আতংকগ্রস্থ।