শাহমাহমুদপুরে কমিউনিটি ক্লিনিকের ত্রি-মাসিক সভা

মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ড ভিত্তিক প্রতিষ্ঠিত দাসেরগাঁও কমিউনিটি ক্লিনিকের ত্রি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ।

তিনি বলেন,  কমিউনিটি ক্লিনিককে গতিশীল করতে সরকারের পাশাপাশি সচেতনদের এগিয়ে আসতে হবে। স্বাস্থকর্মী, জনপ্রতিনিধি, ও এলাকাবাসীর যৌথ প্রচেষ্ঠায় এ ক্লিনিকটি হয়ে উঠতে পারে একটি মডেল স্বাস্থসেবা কেন্দ্র। এ ক্লিনিকটি অতীতের ন্যায় ভবিষ্যতেও গ্রামীন জনগোষ্ঠীকে স্বাস্থসেবা দিয়ে সুনাম অর্জন করতে হবে। এজন্য আমার যতটুকু সহযোগিতা করা দরকার আমি তা করে যাবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, আমাদের দেশ একটি নিম্ন আয়ের দেশ। তাই এ দেশের মানুষদের স্বাস্থসেবা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

দাসেরগাঁও কমিউনিটি ক্লিনিকের সভাপতি ও ইউপি সদস্য আনোয়ার হোসেন খোকা পাটওয়ারীর সভাপতিত্বে ও পর্যবেক্ষক সদস্য মোঃ মাসুদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য পারুল আক্তার, মোক্তার হোসেন মিজি, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি জসিম উদ্দিন বেপারী, সিসি আহবায়ক বিশিষ্ট সমাজসেবক এমদাদুল হক মিলন, সদস্য সচিব মোঃ শাহাজান মিয়া, সহ সভাপতি মোঃ হুমায়ুন কবির লিটন, রিসার্চ ট্রেনিং ম্যানেজমেন্ট ইন্টারন্যাশনাল ইউনিয়ন মাঠ কর্মী মোঃ ফিরোজ সরকার, সিসি সদস্য মোঃ অহিদুল ইসলাম, এফডবিøওএ সুলতানা ফেরদৌসী।

কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) তাহমিনা আক্তারের সার্বিক তত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ শফিকুর রহমান ঢালী, সদস্য মোঃ আবুল ফজল মিয়া, স্বাস্থ্য সহকারী মমতাজ বেগম, এফডবিøওএ খোদেজা বেগম, বুশরা আক্তার, মোঃ শামছুল হোসেন, বিল্লাল হোসেন, নরুন্নাহার বেগম, আবিদ বেপারী, হেনা বেগম, মোঃ ওয়াসিম, মোঃ ফারুক হাজী প্রমূখ। ত্রি মাসিক সভায় বক্তাগণ বলেন, স্বাস্থ্য সেবা প্রান্তিক জনগোষ্ঠির মাঝে সেবার মান পৌছে দিতে কমিউনিটি ক্লিনিকের ভূমিকা অপরিসীম। প্রায় ২০ বৎসর পূর্বে প্রতিষ্ঠিত কমিউনিটি ক্লিনিক জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐকান্তিক প্রচেষ্টায় সারা বিশ্বে এখন মডেল হিসাবে সমাধৃত। সবাইকে একযোগে সেবার মান বৃদ্ধি নিয়ে কাজ করার জন্য আহŸান জানান।

একই রকম খবর

Leave a Comment