স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে জেলা কমিউনিটি পুলিশদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
২ জুন রবিবার সকালে শহরে এ ঈদ বস্ত্র বিতরন করা হয়।এ সময় ঈদবস্ত্র বিতরনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চাঁদপুর পুলিশ সুপার জিহাদুল কবির।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চাঁদপুর জেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ,চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি(তদন্ত) হারুনুর রশিদের পরিচালনায় এবং কমিউনিটি পুলিশের ইন্সপেক্টর আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,জেলা কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক সুফি খায়রুল আলম খোকন,সহ-সভাপতি জামাল হোসেন প্রমুখ।এসময় প্রায় শতাধিক কমিউনিটি পুলিশ সদস্যদের হাতে এই ঈদবস্ত্র বিতরণ করা হয়।